1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার আইনের প্রতি বেশি শ্রদ্ধাশীল: দীপু মনি

১১ এপ্রিল ২০১১

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে সঠিক চিত্র প্রতিফলিত হয়নি বলে মনে করে বাংলাদেশ সরকার৷

https://p.dw.com/p/10rP6
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনিছবি: DW

পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি আজ এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে মানবাধিকার পরিস্থিতি তুলে ধরবে৷ তিনি ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, যুক্তরাষ্ট্রের সন্তুষ্টির চেয়ে সরকার আইনের প্রতি বেশি শ্রদ্ধাশীল৷

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কূটনীতি, এই সময়ে ঘটে যাওয়া এবং চলমান আন্তর্জাতিক বিষয় নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতেই আজ অপরাহ্ণে সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি৷ তবে সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রতাবেদনটিই বেশি গুরুত্ব পায়৷ ওই প্রতিবেদনে বলা হয়েছে ‘নির্বাচনী ইশতাহার অনুযায়ী বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি৷ বন্ধ হয়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড'৷ পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেদনের বিরোধিতা করে বলেন, ওই প্রতিবেদনে সঠিক তথ্য প্রতিফলিত হয়নি৷ গবেষণার ঘাটতি এবং সূত্রের অপর্যাপ্ততার জন্য মানবাধিকারের সঠিক পরিস্থিতি উঠে আসেনি৷ পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে শিগগিরই বাস্তব অবস্থা তুলে ধরা হবে৷

ড. ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, বাইরের কোন চাপের কাছেই সরকার নতি স্বীকার করবেনা৷ বিষয়টি এখন আদালতে রয়েছে৷ আদালতের রায়ের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত৷ স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে কারো অযাচিত হস্তক্ষেপ আশা করেনা৷

পররাষ্ট্রমন্ত্রী জানান, পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রাথমিক কাজ সম্পন্ন হলেই রাশিয়ার সঙ্গে দ্রুত চুক্তি করা হবে৷ মায়ানমারের শরনার্থীদের সেদেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বলে জানান তিনি৷ আইভরি কোস্টের পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত বাংলাদেশের সেনারা কোনভাবেই কোন যুদ্ধে অংশ নেবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান