1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের কোর্টে বল ঠেলে দিলেন ইউনূস

৬ ডিসেম্বর ২০১০

ড. ইউনূসকে নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ অন্যদিকে ড. ইউনূসও তার জবাব দিলেন কয়েক ঘণ্টার মধ্যে৷ এদিকে আরব সাগরে জলদস্যুদের হাতে পড়েছে বাংলাদেশের জাহাজ৷ আজ সংবাদ মাধ্যমগুলোর মূল খবর এগুলোই৷

https://p.dw.com/p/QQJ8
ড. মুহাম্মদ ইউনূসছবি: picture-alliance / dpa

ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভ

আজকের বেশিরভাগ পত্রিকার মূল খবর ড. ইউনূস এবং তাঁকে নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা৷ পাশাপাশি ড. ইউনূস যে জবাব দিয়েছেন সেটিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছে দুয়েকটি পত্রিকা৷ উল্লেখ্য, ড. ইউনূসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের খবরের পর গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের একাধিক নেতা বিভিন্ন মন্তব্য করেছেন৷ এসব মন্তব্য ছিল পরস্পর বিরোধী৷ তাই সকলের নজর ছিল নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে নিয়ে প্রধানমন্ত্রী কী বলেন সেদিকে৷ রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ড. ইউনূসের বিরুদ্ধে এই অভিযোগের তদন্ত হওয়া উচিত৷ তবে তাঁর সরকার কি এই তদন্ত করবে? এবং করলেও তা কবে শুরু হবে সেটা বলেননি হাসিনা৷ এর বাইরে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কর্মসূচি নিয়েও কঠোর সমালোচনা করেছেন তিনি৷ অন্যদিকে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কিছু পরেই পর্তুগালের রাজধানী লিসবন থেকে একটি বিবৃতি পাঠান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস৷ এবং তাতে তিনি প্রধানমন্ত্রীকে তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন৷ অর্থাৎ বল এখন সরকারের কোর্টে ঠেলে দিলেন নোবেল বিজয়ী ইউনূস৷

Sheikh Hasina
শেখ হাসিনাছবি: DW

জলদস্যুদের খপ্পরে বাংলাদেশি জাহাজ

দৈনিক সমকালের প্রধান শিরোনাম আজ এই খবরটিকে নিয়েই৷ চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় উপকূলের অদূরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাহান মনি৷ রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় জলদস্যুরা জাহাজটিকে ধাওয়া করে৷ জানা গেছে, জাহাজটির ক্যাপ্টেন সহ ২৬ জন নাবিক এখন জলদস্যুদের হাতে জিম্মি হয়ে আছে৷ প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশি জাহাজ জলদস্যুর খপ্পরে পড়ার ঘটনা এই প্রথম৷

বিসিএসে ভুয়া পরীক্ষার্থী

বিসিএসে ভুয়া পরীক্ষার্থীর ছড়াছড়ি, দৈনিক যুগান্তরের প্রধান খবর এটি৷ বিসিএসের লিখিত পরীক্ষায় অনেক ভুয়া পরীক্ষার্থী অংশ নিচ্ছে৷ স্বয়ং পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির অনুসন্ধানেই নাকি এই তথ্য বের হয়ে এসেছে৷ বর্তমানে মৌখিক পরীক্ষাতে তদবিরের সুযোগ কমে যাওয়ায় লিখিত পরীক্ষায় জালিয়াতির ঘটনা বেড়ে গেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই