1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমুদ্র সৈকতে প্রাচীন বোতল!

৯ মার্চ ২০১৮

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত থেকে উদ্ধার হলো শতাব্দীপ্রাচীন জার্মান বোতল৷ সেই বোতলের ভিতরে মিলেছে সমুদ্র গবেষণার চমকপ্রদ সব তথ্য৷ বোতলটি নিয়ে আসা হয়েছে হামবুর্গে৷

https://p.dw.com/p/2twTc
Nahaufnahme der Flasche
ছবি: WA Museum

মহাসাগরের প্রকৃতি কেমন? কোনদিকে স্রোত? সেই স্রোতের বেগই বা কত? এসব প্রশ্ন নতুন নয়৷ বহুকাল ধরে এসব প্রশ্নের উত্তর খুঁজছিলেন বিজ্ঞানীরা৷ অনেক তথ্য পাওয়া যায়, আবার অনেক কথা জানাও যায় না৷ অজানা তেমনই এক আশ্চর্য তথ্য জানা গেল এতদিন পর৷ একটি বোতলেরকারণে৷

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি প্রায় অচেনা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন টনিয়া ইলম্যান৷ হঠাৎই বালির মধ্যে প্রায় ডুবে থাকা একটি বোতল দেখতে পান তিনি৷ টনিয়া জানতেন, খুব বেশি মানুষ ওই সমুদ্রসৈকতে যান না৷ তাহলে কে ফেলে গেল ওই বোতল? নিছকই কৌতূহলের বশে বোতলটি কুড়িয়ে নেন তিনি৷ দেখেন, বহু পুরনো ওই বোতলটির ভিতরে সন্তর্পণে রাখা আছে একটি ফর্ম৷ বাড়ি নিয়ে গিয়ে সেই ফর্ম শুকনো করেন টনিয়া৷ দেখেন জার্মান ভাষায় কিছু লেখা রয়েছে ভিতরে৷ কাল বিলম্ব না করে টনিয়া বোতলসুদ্ধ ফর্মটি অস্ট্রেলিয়ার একটি জাদুঘরে নিয়ে যান৷

পরীক্ষা করে দেখা যায়, ১৮৮৬ সালের ১২ জুন ওই বোতলটি সমুদ্রে ফেলা হয়েছিল একটি জার্মান জাহাজ থেকে৷ ভিতরের ফর্মে লেখা আছে কত ডিগ্রি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ থেকে ওই বোতল জলে ফেলা হয়েছে৷ নাবিকের নাম, পরীক্ষকের নাম সবই লেখা আছে সেখানে৷ ফর্মের উল্টোদিকে বলা হয়েছে, বোতলটি পাওয়া মাত্র যেন হামবুর্গের সমুদ্র গবেষণাকেন্দ্রে  পাঠিয়ে দেওয়া হয়৷

১৮৮৬ সালে বার্ক শিপ পাউলা নামের একটি জাহাজ কার্ডিফ থেকে মাকাসারের দিকে রওনা হয়েছিল৷ সেই জাহাজ থেকেই বোতলটি ফেলা হয়৷ বস্তুত, সেই সময় জার্মান সমুদ্র বিজ্ঞানী জর্জ ফন নিউমায়ার একটি গবেষণা করছিলেন৷ বিভিন্ন অঞ্চলের সমুদ্রে বোতল ফেলে তিনি পরীক্ষা করছিলেন মহাসাগরীয় স্রোত এবং বেগ৷ বোতল ফেলার পর বেশ কিছু উদ্ধারও হয়েছিল ৬ থেকে ১২ মাসের মধ্যে৷ তা থেকে একটি ধারণাতেও পৌঁছেছিলেন তিনি৷ তবে বহু বোতলই নিখোঁজ হয়ে যায়৷ এর আগে ১৯৩৪ সালে ডেনমার্কেও এ ধরনের একটি বোতল পাওয়া গিয়েছিল৷ এবার পাওয়া গেল অস্ট্রেলিয়ায়৷

জার্মান গবেষকেরা জানিয়েছেন, বোতলের ফর্মে থাকা সমস্ত তথ্য সেই সময় পাউলা জাহাজের নাবিকের দেওয়া তথ্যের ফাইলের সঙ্গে মিলে গিয়েছে৷ ওই বোতল এবং ফর্ম কিছুদিনের মধ্যেই দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে৷ হামবুর্গের মহাসগারীয় জাদুঘরে ওই ধরনের আরো কিছু বোতলও রাখা আছে বলে জানা গিয়েছে৷

অ্যালিস্টেয়ার ওয়ালশ/এসজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য