1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমুদ্র আরও উষ্ণ

১৪ জানুয়ারি ২০২০

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের জলও গরম হচ্ছে৷ ২০১৯ সালে সমুদ্রের জল যতটা গরম ছিল, তা আগে কখনো হয়নি৷ নতুন সমীক্ষা বলছে, আগের থেকে অনেক দ্রুত উষ্ণ হচ্ছে সমুদ্রগুলি৷

https://p.dw.com/p/3W9pK
ছবি: picture-alliance/NurPhoto/M. Fludra

এতটা গরম সমুদ্রের জল আগে কখনও ছিল না৷ এত দ্রুত সমুদ্রের জল অতীতে কখনও গরম হয়নি৷ বিশ্ব জুড়ে উষ্ণায়নের প্রভাব সরাসরি গিয়ে পড়ছে সমুদ্রের জলে৷ চীনের জার্নালে প্রকাশিত নতুন সমীক্ষা বলছে, গত পুরো দশক জুড়ে সমুদ্রের জল উষ্ণ হয়েছে৷ কিন্তু গত বছর উষ্ণায়নের গতি অন্য বছরগুলিকে ছাপিয়ে গিয়েছে৷ এর পাশাপাশি সমুদ্রে জলস্তরবাড়ছে৷ জলে অম্লের পরিমাণ বাড়ছে৷ আবহাওয়া যদি খামখেয়ালী ও চরম হয়, তা হলে পরিস্থিতি আরও খারাপ হবে৷ বাড়তি তাপ সমুদ্র শুষে নেবে৷

ওই প্রকল্পের গবেষক জন আব্রাহাম বলেছেন, ''১৯৮০-র শেষদিক থেকে বর্তমান সময় পর্যন্ত সমুদ্র উষ্ণ হওয়ার হার ৫০০ শতাংশ বেড়েছে৷ তবে এটা আমাদের কাছে অন্তত অপ্রত্যাশিত নয়৷ সমুদ্রের জল উষ্ণ হচ্ছে৷ আরও দ্রুতগতিতে হচ্ছে৷ সমানে হচ্ছে৷ আমরা খুবই দ্রুত কিছু না করলেপরিস্থিতি সামলানো যাবে না৷ পরিস্থিতি সঙ্কটজনক৷'' সমীক্ষক দলের প্রধান লিজিং চেং বলেছেন, ''গত ২৫ বছরে সমুদ্র যতটা উষ্ণ হয়েছে, তা ৩৬০ কোটি হিরোশিমা পরমাণু বোমার বিস্ফোরণের সমান৷''

পরিস্থিতি কতটা খারাপ তা বিশেষজ্ঞদের এই কথা থেকেই পরিস্কার৷

জিএইচ/এসজি(ডিপিএ)