1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমালোচনা আমলে না নিয়ে শপথ নিলেন গবাগো

৪ ডিসেম্বর ২০১০

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট৷ ২০০২ সালে গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত সপ্তাহে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন৷ কিন্তু হলো হিতে বিপরীত৷ এখন সেখানে আবার শুরু হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতির৷

https://p.dw.com/p/QPlT
লরেন্ট গবাগোছবি: AP

কারণ বর্তমান প্রেসিডেন্ট লরেন্ট গবাগো নির্বাচনের ফলাফল মেনে নেননি৷ তিনি নির্বাচনে হেরে যাওয়াও নিজের নিয়ন্ত্রণে থাকা দেশটির সর্বোচ্চ আদালত সাংবিধানিক পরিষদকে দিয়ে নিজেকে আবারও প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করিয়েছেন৷ যার সমালোচনা করেছে আন্তর্জাতিক বিশ্ব৷ কিন্তু সেসবের তোয়াক্কা না করে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন৷

নির্বাচনের ফল

দেশটির স্বাধীন নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বিরোধী নেতা আলাসানে ওয়াতারা নির্বাচনে জয়লাভ করেন৷ তিনি মোট ৫৪ শতাংশ ভোট পান৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বনেতারা তাই ওয়াতারাকেই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন জানায়৷ আর গবাগোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান৷ মার্কিন প্রেসিডেন্ট কঠোর ভাষায় বলেন, কেউ যদি আইভরি কোস্টের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চায় তাহলে আন্তর্জাতিক বিশ্ব তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে৷ জাতিসংঘের পক্ষ থেকেও গবাগোর পদক্ষেপের সমালোচনা করা হয়৷ কিন্তু গবাগো এসব কোনো কিছুরই তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্তেই অটল থাকেন৷ এমনকি বেশি কথা বললে জাতিসংঘের প্রতিনিধিকে দেশ থেকে বের করে দেয়ারও হুমকি দেন৷ এছাড়া দেশটির প্রাক্তন শাসক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাশটন ওয়াতারাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে সমর্থন জানিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য গবাগোর প্রতি আহ্বান জানিয়েছেন৷

সর্বশেষ পরিস্থিতি

গবাগোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গুইলাওমে সরো৷ তিনি বিরোধী নেতা ওয়াতারাকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন জানিয়েছেন এবং তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছেন৷ এদিকে গতকাল সারারাত ধরে দক্ষিণের পোর্ট বোয়েত শহরে গবাগো ও ওয়াতারার সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ এসময় নিরাপত্তা বাহিনী গুলি চালালে দুজন নিহত হয়েছে বলে জানা গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়