1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবার দৃষ্টি চট্টগ্রামের দিকে

২১ মে ২০১০

১৭ই জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন৷ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন৷ নির্বাচনকে ঘিরে সবার দৃষ্টি এখন চট্টগ্রামের দিকে৷

https://p.dw.com/p/NUK0
আবার এলো নির্বাচনছবি: Mustafiz Mamun

সরকারী দল আওয়ামী লীগ চাইছে চট্টগ্রামের মেয়র পদ ধরে রাখতে৷ আর বিরোধী দল বিএনপি চাইছে সরকারের দূর্গে হানা দিতে৷

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ৩ বারের মেয়র৷ বৃহস্পতিবার তিনি পদত্যাগ করে ৪র্থ বার মেয়র হওয়ার আশায় মাছে নেমেছেন৷ কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আরো একজন প্রার্থী রয়েছেন৷ তিনি হলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী৷ তার মতে দল এখনো ঠিক করেনি কাকে সমর্থন দেবে৷

তবে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন দল তাকেই মনোনয়ন দিয়েছে৷ এবং তিনিই আওয়ামী লীগের প্রার্থী৷ সাবেক ভারপ্রাপ্ত মেয়র এম এ মঞ্জুর আলম মঞ্জু বিএনপির সমর্থনে মেয়র পদের যুদ্ধে নেমেছেন৷ তাকে নিয়েও বিএনপিতে নানা গ্রুপিং থাকলেও তিনি সবাইকে সন্তুষ্ট করেই প্রার্থী হয়েছেন৷ দলে আপাতত তাকে নিয়ে কোন গ্রুপিং নেই৷ তিনি জয়ের ব্যাপারে আশাবাদী৷

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোট মেয়র প্রার্থী ১৮ জন৷ জাতীয় পার্টি এবং জামাতে ইসলামী আলাদাভাবে প্রার্থী দিয়েছে৷ তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে৷

মোট ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন ৩২২ জন৷ আর মহিলাদের জন্য ১৪টি সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন ৬৭ জন৷ নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন জহিরুল আলম দোভাষ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন