1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে 'লম্বা কেক' বানালো কেরালা

১৬ জানুয়ারি ২০২০

বিশ্বের সবচেয়ে লম্বা কেক বানালেন কেরালার শেফ ও কেক প্রস্তুতকারকরা৷ সাড়ে ছয় কিলোমিটার লম্বা এই কেক রাখা হলো কয়েক হাজার টেবিল ও ডেস্ক জুড়ে৷

https://p.dw.com/p/3WGfz
ছবি: Getty Images/AFP/A. Sankar

কয়েকশ শেফ ও কেক প্রস্তুতকারকের কামাল৷ সাড়ে ছয় কিলোমিটার বা চার মাইল লম্বা কেক বানিয়ে ফেলেছেন তাঁরা৷ কেরালায় তৈরি হওয়া এই কেক সম্ভবত বিশ্বের দীর্ঘতম কেক এর শিরোপা পেতে চলেছে৷ ভ্যানিলা কেক। তার ওপর চকোলেট ফ্রস্টিং৷

কেরলে সমুদ্রের ধারের শহর ত্রিচুর৷ সেখানে বুধবার ছিল সাজ সাজ রব৷ কয়েক হাজার টেবিল ও ডেস্ক পরপর সাজিয়ে রাখা৷ ফেস্টিভাল গ্রাউন্ড থেকে রাস্তা ধরে চলে গিয়েছে টেবিল ও ডেস্কের সারি৷ তার ওপর শোভমান ওই কেক। চলছে তো চলছেই। সাড়ে ছয় কিলোমিটার তো কথার কথা নয়৷ চার ইঞ্চি উচ্চতার এই কেক এর পুরো ওজন ৫৯ হাজার ৫০০ পাউন্ড বা ২৭ হাজার কেজি৷ ১২ হাজার কেজি ময়দা ও চিনি লেগেছে কেক বানাতে৷ ১৫০০ শেফ চার ঘন্টা ধরে তা বানিয়েছেন৷

Indien Weltrekord-Kuchen in Thrissur
ছবি: Getty Images/AFP/A. Sankar

এই বিশালতম কেক হয়েছে কেরলের বেকার্স অ্যাসোসিয়েশনের উদ্য়োগে৷ সংগঠনের সাধারণ সম্পাদক নৌসাদ বলেছেন, ''গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তরফ থেকে কেকটা মেপে দেখা হয়েছে৷ তারা এখনও চূড়ান্ত ফল জানায়নি৷'' তবে এখনও পর্যন্ত বিশ্বের সব থেকে লম্বা কেক হিসাবে স্বীকৃতি পেয়েছে চীনে তৈরি একটি ফ্রুট কেক, যা ৩.২ কিলোমিটার লম্বা ছিল৷ ২০১৮ সালে এই কেক বানানো হয়েছিল৷

ক্রিস্টি প্যাডসন/জিএইচ/এসজি