1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্তান কোলে নেয়া এক মা-কে মারলো তারা

৩১ অক্টোবর ২০১৭

নিজের ছোট্ট সন্তানকে কোলে নিয়ে দোল খাচ্ছিলেন এক মা৷ হঠাৎ সেখানে হাজির কয়েকজন তরুণ, তরুণী৷ এসেই উচ্চবাচ্য করতে শুরু করলো সেই মায়ের সঙ্গে৷ এক পর্যায়ে তাঁকে মারলো, চুল ধরে টেনে ফেলে দিল মাটিতে৷

https://p.dw.com/p/2mmyn
Symbolbild - Junge Familie in der Natur
ছবি: Colourbox

ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগে, ওকলাহোমার ব্রুোকেন বো-তে৷ ভিডিওতে দেখা যায়, সন্তান কোলে নিয়ে দোল খেতে থাকা জেনি ম্যাকয়ের পেছনে গিয়ে দাঁড়িয়েছে এক তরুণী৷ দেখে মনে হচ্ছিল, ম্যাকয়কে মারার উছিলা খুঁজছে সে৷ এক পর্যায়ে মা তাঁর সন্তানসহ উঠে যেতে চাইলে তাঁকে শুরুতে থাপ্পর এবং তারপর চুল ধরে টেনে ফেলে দেয় সেই তরুণী৷ মুঠোফোনে সেই দৃশ্য ভিডিও করেন এক ব্যক্তি৷

সেই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন জেনি ম্যাকয়ের বাবা জেরেমি ম্যাকয়৷ তিনি লিখেছেন, ‘‘আমার মেয়ে অন্য দুই তরুণীর হাতে লাঞ্চিত হওয়ার ভিডিও শেয়ার করতে ঘৃণা হচ্ছে৷ কিন্তু পাঁচ দিন হয়ে গেলেও কোনো কিছু করেনি (পুলিশ)৷ দয়া করে শেয়ার করুন৷''

বলা বাহুল্য, ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ ফেসবুক এবং টুইটারে সেটি দেখা হয়েছে সত্তর লাখেরও বেশি বার৷  আর তাতে টনক নড়েছে পুলিশেরও৷ ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন এক তরুণী৷

এআই/এসিবি