1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিনিকেতনে বাতিল দোল উদযাপন

৯ মার্চ ২০২০

এক দিকে জীবাণুরোধকের কালোবাজারি, অন্যদিকে কর্তৃপক্ষের সাবধান বাণী৷ সব মিলিয়ে সতর্কতার আবহাওয়া পশ্চিমবঙ্গ৷

https://p.dw.com/p/3Z545
Symbolbild Corona-Virus
ছবি: picture-alliance/dpa/H. Punz

শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে তাঁর কার্যালয়ে কলকাতা পুরসভা নেতৃত্বের সাথে করোনা ভাইরাস সংক্রান্ত বৈঠক করেন৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষ পুলিশকর্তারাও৷

রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে তা নিয়ে নতুন করে আরোচনা করার পাশাপাশি রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে ‘আইসোলেশন বিভাগ' অবিলম্বে চালু করতে নির্দেশ দেম মুখ্যমন্ত্রী৷ করোনা রুখতে সাধারণ নাগরিকদের কী কী কর্তব্য, তাও মনে করিয়ে দেন তিনি৷

পশ্চিমবঙ্গ কীভাবে সামলাচ্ছে করোনা?

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, এখন পর্যন্ত ২৮৭ জনকে গৃহ-পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ এরই মধ্যে বিদেশফেরতদের মধ্যে সুস্থপত্র পাওয়ার হিড়িক লেগেছে, যা সামলাতে হিমশিম খাচ্ছে বেশ কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ৷ করোনা-প্রভাবিত দেশ থেকে ফেরায় তাঁদের কাছে ওই শংসাপত্র চাইছেন তাঁদের নিয়োগকর্তারা৷ বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষা অণিমা হালদার আনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘‘পরীক্ষা ছাড়া এই ধরনের শংসাপত্র দেওয়া যায় না৷ কিন্তু কাকে বোঝাব!''

করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখা বিষয়ে কলকাতা বিমানবন্দরে একটি দু'দিনের কর্মশালার আয়োজন করেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)৷ সামান্যতম জ্বর ও অন্য উপসর্গ দেখা দিলেই সংশ্লিষ্ট যাত্রীকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে৷ আন্তর্জাতিক টার্মিনালে কর্মরতদের মধ্যে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে৷

বাড়ছে সতর্কতা, উদযাপন বাতিল

কলকাতার বাইরে জেলাগুলিতেও সতর্কতার ছবি স্পষ্ট৷ বিএসএফ, অভিবাসন বিভাগ সূত্রের খবর, যেসব বাংলাদেশি নাগরিক সম্প্রতি চীন, হংকংয়ের মতো করোনা-প্রভাবিত দেশ থেকে ফিরেছেন, তাঁদের ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ পেট্রাপোলের পাশাপাশি বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তেও বাংলাদেশ থেকে আগতদের জন্য স্বাস্থ্য শিবির শুরু হয়েছে৷ কারও জ্বর-সর্দিকাশির মতো উপসর্গ আছে কি না, তা জানতে অন্তত ১২ হাজার লোকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, বলছে আনন্দবাজার৷

ইতিমধ্যে, মুর্শিদাবাদে সৌদি আরব থেকে আসা এক যুবকের মৃত্যুর পর নতুন করে সেখানে চাঞ্চল্য দেখা দিলেও পরে পরীক্ষা করে জানা যায় যে তার শরীরে ছিল না করোনা ভাইরাস৷

অন্যদিকে, ভারতে আজ দোল উৎসব পালিত হলেও কেন্দ্রীয় সরকারের পক্ষে বলা হয়েছে বেশি জনসমাগমের স্থান এড়িয়ে চলতে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বিশ্বভারতী বা অন্যান্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাতিল করা হয়েছে দোলের আয়োজন৷ কিন্তু প্রতি বছরের মতোই সাধারণ মানুষ নিজ নিজ পরিসরে ঠিকই দোল উদযাপন করছেন৷

এসএস/কেএম (সূত্র: আনন্দবাজার পত্রিকা)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য