1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদ ভবনে জঙ্গি হামলার হুমকি

৮ এপ্রিল ২০১০

বিডিআর বিদ্রোহের প্রথম রায়, সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণাসহ চট্টগ্রামে প্রকৌশলী খুন এবং চট্টগ্রামেও পানির জন্য হাহাকার এসব খবরই বিশেষভাবে উঠে এসেছে বৃহস্পতিবার পত্র-পত্রিকায়৷

https://p.dw.com/p/MpmB
জাতীয় সংসদ ভবনছবি: Harun Ur Rashid Swapan

বিডিআর বিদ্রোহের প্রথম রায়

দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ, ইংরেজি পত্রিকা দি ডেইলি স্টার এবং নিউ এইজ সহ সব পত্রিকায় শীর্ষ খবরের মর্যাদা পেয়েছে বিডিআর বিদ্রোহের প্রথম রায়ের খবরটি৷ খবরে বলা হয়েছে, পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের ঘটনায় বুধবার বিশেষ আদালতের প্রথম রায়ে ২৯ বিডিআর সদস্যের সকলকেই সাজা দেওয়া হয়েছে৷ এদের মধ্যে ১৩ জনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে৷ অন্যদেরকে ছয় বছর থেকে শুরু করে চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷ আসামিদের সবাইকেই একশ' টাকা করে জরিমানাও করা হয়েছে৷ ২৫ রাইফেল ব্যাটালিয়নের সদর দফতরের সৈনিক লাইনে স্থাপিত বিশেষ আদালত-২-এর বিচারক বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মইনুল ইসলাম বুধবার বিকেলে এই রায় ঘোষণা করেন৷

জঙ্গি হামলার হুমকি

জঙ্গি হামলা চালিয়ে সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা৷ সংবাদ সংস্থা বিডি নিউজ, দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকাল, নিউ এইজসহ বেশ কিছু গণমাধ্যমে এসেছে এই খবর৷ সংসদ সচিবালয়ের নিরাপত্তা কর্মকর্তারা জানান, নিজেকে মোহসিন পরিচয় দিয়ে সন্দেহভাজন এক মুসলিম জঙ্গি সংসদ সচিবালয়ে চিঠি পাঠিয়ে এ হুমকি দিয়েছে৷ একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘‘আমরা চিঠিটি পরীক্ষা করে দেখছি৷ আমরা এই মুহূর্তে এটি প্রকাশ করতে চাই না৷''

৩১ মে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন

দীর্ঘ আট বছর পর আগামী ৩১ মে ঢাকা সিটি কর্পোরেশনের অর্থাৎ ডিসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ দৈনিক কালের কণ্ঠ, দি ডেইলি স্টারসহ বেশ কয়েকটি পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে এই খবর৷ পত্রিকাগুলো বলছে, বুধবার চিঠির মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন৷ আগামী ১৫ অথবা ১৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হতে পারে৷ ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের আগে ডিসিসির বিভিন্ন ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ করার কথা থাকলেও আপাতত তা আর হচ্ছে না৷ পুরনো সীমানাতেই এ নির্বাচন হতে যাচ্ছে৷ উল্লেখ্য, ২০০২ সালের ২৪ এপ্রিল ডিসিসির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এর মেয়াদ ২০০৭ সালের ১৪ মে উত্তীর্ণ হয়েছে৷ কিন্তু ঐ সময় দেশব্যাপী জরুরি অবস্থার কারণে নির্বাচন করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী