1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদ থেকে একযোগে পদত্যাগ করা বেআইনি

২৬ নভেম্বর ২০১০

চাইলেই বিরোধী দল বিএনপির সংসদ সদস্যরা একযোগে পদত্যাগ করতে পারবেননা৷ এক্ষেত্রে আইনি বাধা আছে বলে জানিয়েছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সু্রঞ্জিত সেনগুপ্ত এমপি৷

https://p.dw.com/p/QJFX
ছবি: picture-alliance/ dpa

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি শুক্রবার বিরোধী দলীয় সংসদ সদস্যদের একযোগে পদত্যাগের ইঙ্গিত দেন৷ তিনি আন্ত:বাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআরেরও সমালোচনা করেন৷

তার জবাবে শনিবার আওয়ামী লীগ নেতা ও আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সু্রঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংসদ থেকে একযোগে পদত্যাগের সুযোগ নেই৷ এক্ষেত্রে আইনি বাধা আছে৷ সুপ্রিমকোর্টের স্পষ্ট নির্দেশনা রয়েছে সংসদ সদস্যরা একযোগে পদত্যাগ করতে পারবেন না৷ আর বিগত বিএনপি সরকারের আমলেই সুপ্রিম কোর্ট এই নির্দেশনা দেয়৷

তিনি বলেন আইএসপিআর সম্পর্কে মন্তব্য করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত৷ সেনাবাহিনীকে রাজনীতির মধ্যে জড়ানোর চেষ্টা ভাল না৷ সেনাবাহিনী দেশরক্ষাসহ দেশের দুর্যোগ দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ায়৷

তিনি বলেন, সংসদীয় গনতন্ত্রে বিরোধী দলের যে ভূমিকা বিএনপি তা পালন করছেনা৷ তারা দেশে আন্দেলনের নামে কৃত্রিম সংকট তৈরি করছে৷

সু্রঞ্জিত সেনগুপ্ত বিএনপি নেতাদের বক্তব্যকে উস্কানিমূলক বলে অভিহিত করেন৷ সরকারের মন্ত্রীদের এ ব্যাপারে আরো সতর্ক থাকার আহ্বান জানান তিনি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক