1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ

২৫ জানুয়ারি ২০১১

চালু হচ্ছে পুঁজিবাজারে লেনদেন, রাখির শিরে লাক্স চ্যানেল আই সুপারস্টারের মুকুট, সংসদের শীতকালীন অধিবেশন, প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর সংক্রান্ত খবরগুলোই পত্র-পত্রিকার অধিকাংশ স্থান জুড়ে রয়েছে৷

https://p.dw.com/p/102Mc
সংসদ, শীতকালীন, অধিবেশন, চালু, পুঁজিবাজার, সফর, যুক্তরাজ্য, প্রধানমন্ত্রী ,শেখ, হাসিনা
জাতীয় সংসদ ভবনছবি: Harun Ur Rashid Swapan

আজ মঙ্গলবার শুরু হচ্ছে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন৷ আজকের অধিকাংশ পত্রিকার প্রথম পাতায় তুলে ধরা হয়েছে এই অধিবেশন শুরুর খবর৷ পত্রিকাগুলো বলছে, সংসদ সদস্য পদ রক্ষার খাতিরে বিরোধী দলের অংশ নেয়ার বাধ্যবাধকতা নিয়ে শুরু হবে চলতি বছরের প্রথম এই অধিবেশন৷ নবম জাতীয় সংসদের দ্বিতীয় বছরও পূর্ণ হবে আজ৷ উদ্বোধনী দিনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভাষণ দেবেন৷ দীর্ঘ অধিবেশন হিসাবে এটা চলবে ১০ এপ্রিল পর্যন্ত ৪৪ কার্যদিবস৷ এবারের অধিবেশনের নতুনত্ব হচ্ছে, রাষ্ট্রপতির ভাষণের পর দেশের ইতিহাসে প্রথমবারের মত প্রধানতঃ সংসদভিত্তিক অনুষ্ঠান প্রচারের লক্ষ্যে আনুষ্ঠানিক সম্প্রচারে আসবে ‘সংসদ বাংলাদেশ' নামক টেলিভিশন চ্যানেল৷

চালু হচ্ছে পুঁজিবাজারে লেনদেন

দু'দিন বন্ধ থাকার পর দেশের শেয়ারবাজারে আজ মঙ্গলবার থেকে পুনরায় লেনদেন কার্যক্রম চালু হচ্ছে৷ আজকের সকল পত্রিকার শীর্ষে জায়গা পেয়েছে পুঁজিবাজার নিয়ে খবর৷ বেশ কয়েকটি পত্রিকা প্রকাশ করেছে বিশেষজ্ঞদের মতামতসহ পুঁজিবাজার নিয়ে একাধিক বিশ্লেষণধর্মী প্রতিবেদন৷ খবরে বলা হচ্ছে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ১৪ দফা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ ধারাবাহিক দরপতন সামাল দিতে বাজারে শেয়ারের চাহিদা বৃদ্ধির জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করা হবে৷ এছাড়া বাজারে বিপর্যয়ের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে আগামী দু'সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে৷ সরকারের নেয়া এসব সিদ্ধান্ত বাস্তবায়ন বাধ্যতামূলক করে আজ আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে৷

৬ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৬ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যাচ্ছেন৷ বাংলাদেশের গণমাধ্যমে আজ প্রকাশিত হয়েছে শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের কর্মসূচি৷ এতে বলা হয়েছে, যুক্তরাজ্য সফরকালে ৪০ সদস্যের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি৷ বৃহস্পতিবার অক্সফোর্ড স্টুডেন্টস ইউনিয়ন আয়োজিত ‘বিশ্ব শান্তি' বিষয়ে বক্তব্য প্রদান করবেন শেখ হাসিনা৷ শুক্রবার বিবিসি, দ্য ডেইলি টেলিগ্রাফ ও এথনিক বাংলা মিডিয়াকে সাক্ষাৎকার দেবেন বলে জানা গেছে৷ আগামী ২৯ জানুয়ারি শনিবার যুক্তরাজ্য আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে৷ সেখানে বক্তব্য রাখবেন শেখ হাসিনা৷ নির্ধারিত কর্মসূচির বাইরে আগামীকাল হাউস অফ কমন্স পরিদর্শন করতে পারেন প্রধানমন্ত্রী৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন