1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধনে সংসদীয় কমিটির রিপোর্ট ৮ই আগস্ট

২৯ জুলাই ২০১০

৫ম সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেয়া রায় পর্যালোচনা করে সংসদীয় কমিটি আগামী ৮ই আগস্ট একটি রিপোর্ট দেবে৷ সংবিধান সংশোধনে নেয়া হবে আইন মন্ত্রণালয় এবং আইন কমিশনের সুপারিশ৷

https://p.dw.com/p/OXWq
ছবি: AP

সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন৷ বৈঠক শেষে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত জানান, ৫ম সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনা করবেন তাঁরা৷ রায়ের সঙ্গে সংবিধানের সঙ্গতি-অসঙ্গতি, মিল-অমিল দেখে আইন মন্ত্রনালয় এবং আইন কমিশনের সুপারিশ নিয়ে একটি রিপোর্ট পেশ করবেন তারা ৮ই আগস্ট৷

বৈঠকে সংসদীয় কমিটির কার্য পরিধি নিয়েও আলোচনা হয়৷ আলোচনা হয় বিশেষজ্ঞ মতামত এবং ও পরামর্শ নিয়ে৷ সুরঞ্জিত সেনগুপ্ত জানান, খ্যাতিমান আইনজীবীদের পরামর্শ নেয়া হবে৷

গত ২১শে জুলাই সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি গঠন করা হয়৷ প্রথম বৈঠকে সুরঞ্জিত সেনগুপ্তকে কমিটির মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে৷ তিনি জানান, একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হবে৷

অন্যদিকে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ৫ম সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায় তাঁরা মেনে নিয়েছেন৷ আদালত যেহেতু সামরিক শাসনকে বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ বলে রায় দিয়েছেন, তাই সেনা সমর্থনে বিগত তত্ত্বাবধায়ক সরকারের বিচার হওয়া উচিত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন