1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রেষ্ঠ পরিচালক ক্যাথরিন বিগেলো

১১ মার্চ ২০১০

সাত তারিখ সন্ধ্যায় হলিউডে ইতিহাস গড়লেন ক্যাথরিন বিগেলো৷ পুরুষদের একক পদচারণার অহংকার ভেঙ্গে দিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/MQd7
মাঝখানে থাকতে পারতেন জেমস ক্যামেরন কিন্তু বিগেলো সেটা হতে দেননিছবি: AP
Oscarverleihung 2010 Galerie Kathryn Bigelow Presse Backstage
প্রতিটি ক্যামেরার কেন্দ্রবিন্দু একজনই - ক্যাথরিন বিগেলোছবি: AP

হলিউডের নতুন চমক, বিশ্বের নারীদের এগিয়ে যাওয়ার আরেকটি শুভক্ষণ৷ আকাশে আরেকটি উজ্জ্বল নক্ষত্র৷ সেই নক্ষত্রের নাম ক্যাথরিন বিগেলো৷ হলিউডে সাত তারিখ সন্ধ্যায় শ্রেষ্ঠ পরিচালকের অস্কার জিতে তিনি সৃষ্টি করলেন নতুন রেকর্ড৷ পুরস্কার ঘোষণা করেন প্রখ্যাত গায়িকা বারবারা স্ট্রাইস্যান্ড৷ বলা প্রয়োজন বারবারা স্ট্রাইস্যান্ড নিজেও দু'বার অস্কার জিতেছেন৷ তিনি পুরস্কার দেয়ার আগে খাম খুলে বললেন, সময় এসেছে - বিজয়ী ক্যাথরিন বিগেলো৷

হ্যাঁ, সময় সত্যিই এসেছে৷ বিশ্বের নারীরা সংগ্রামের মধ্যে দিয়ে নিয়ে এসেছেন তাদের নিজস্ব সময়কে৷ পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত ক্যাথরিন বিগেলো জানান, বলে বোঝানোর মত কোন ভাষা আমি খুঁজে পাচ্ছি না৷ জীবনের অন্যতম মুহূর্ত এটি৷ এই পুরস্কারটি আমি উৎসর্গ করতে চাই সেই সব নারী-পুরুষকে যারা ইরাকে, আফগানিস্তানে সেনা হিসেবে কাজ করছেন, যারা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিচ্ছেন৷

Oscars 2010 Kathryn Bigelow NO FLASH
৮২ বছরের রেকর্ড বঙ্গ করলেন ক্যাথরিন বিগেলোছবি: picture alliance / landov

৮২ বছরের মধ্যে এই প্রথমবার কোন মহিলা শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতলেন, নিলেন শ্রেষ্ঠ ছবির পুরস্কার৷ এর আগে মাত্র তিনজন মহিলাকে এই পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়েছিল কিন্তু কেউই পুরস্কার পাননি৷ চতুর্থ মহিলা হলেন ক্যাথরিন বিগেলো এবং তিনি সত্যিই সবাইকে চমকালেন৷

প্রতিবেদক: মারিনা জোয়ারদার

সম্পাদক: সঞ্জীব বর্মন