1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’এর পুরস্কার পেল আমির খানের ‘পিপলি লাইভ’

৩ আগস্ট ২০১০

ছবির নাম - পিপলি লাইভ৷ পরিচালনায় - এক্কেবারে আনকোরা অনুষা রিজভি৷ প্রযোজক - অন্যতম বলিউড অভিনেতা আমির খান৷ ঠিক যেন ‘হ্যাটট্রিক’৷ কারণ, হালের ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই হিট এই ছবি৷

https://p.dw.com/p/Oay6
আমির খানের সঙ্গে পরিচালক অনুষা রিজভিছবি: AP

জীবনের প্রথম ছবিটি করেই ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র'এর পুরস্কারটি পেয়ে গেলেন ‘পিপলি লাইভ'এর পরিচালক অনুষা রিজভি৷ উপস্থিত জুরিমন্ডলির কথায়, ‘বর্তমান ভারতের সামাজিক ও রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে যেন বিদ্রূপ করেছে এ ছবি৷ বাহারি চরিত্র, সংগীত এবং বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে এক অনবদ্য স্যাটায়ার৷'

বলাই বাহুল্য, ‘থ্রি ইডিয়টস'এর এতো বড় সাফল্যের পর নতুন ছবি করার সাধ জাগে আমিরের৷ সাংবাদিক অনুষা রিজভির সঙ্গে আলাপ হয়, ভারতীয় কৃষকদের আত্মহত্যার নানা ঘটনা নিয়ে আলোচনা হয়, কথা হয় ইস্যুটাকে কেন্দ্র করে মিডিয়ার লম্ফঝম্ফ নিয়েও৷

তারপর ? তারপর আর কি - ভারতের শ্রেণীভিত্তিক সমাজ, জাত-পাত, মিডিয়া আর রাজনীতির এক বিস্ফোরক ককটেল তৈরির কাজে নেমে যান আমির খান৷ তৈরি হয় ‘পিপলি লাইভ'৷ নিজে অভিনয় না করেও, শুধু নির্দেশনার জোরেই সৃষ্টি করেন আর এক ‘মাইলস্টোন'৷

গাল্পটাও অবশ্য মাইলস্টোন হওয়ার মতোই৷ সাম্প্রতিক অতীতে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে মনোবল হারানো কৃষকদের আত্মহত্যার কাহিনীই যে এ ছবির বিষয়বস্তু ! আর তার সঙ্গে যোগ হয়েছে মানবিক যন্ত্রণা আর মিডিয়ার কারসাজি৷

শোনা যাচ্ছে, আগামী ১৩ই অগাস্ট মুক্তি পাচ্ছে পিপলি লাইভ৷ যা বাজারে নিয়ে আসছে ‘ইউটিভি মোশন পিকচার্স'৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক