1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কাকে চাপে রাখার চেষ্টায় বাংলাদেশ

২৩ এপ্রিল ২০২১

তৃতীয় দিন শেষেও পাল্লেকেলে টেস্টে বাংলাদেশ এগিয়ে৷ ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণার পর শ্রীংঙ্কাকে ফলো-অন করানোর সম্ভাবনাও জাগিয়ে রেখেছে মুমিনুলের দল৷ দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ২২৯৷

https://p.dw.com/p/3sUCA
Cricket Sri Lanka vs Bangladesch
ছবি: ISHARA S. KODIKARA/AFP

অবশ্য স্বাগতিকদের ফলো-অন করানো খুব কঠিন তো বটেই, দিমুথ করুণারত্নে যতক্ষণ আছেন, ততক্ষণ তা প্রায় অসম্ভবও৷ বাঁ হাতি এই ওপেনার দিন শেষে ব্যাট করছিলেন ৮৫ রান নিয়ে৷ কাল চতুর্থ দিন সকালে তাকে বা তার সঙ্গী ধনঞ্জয়াকে (২৬*) ঝটপট ফেরাতে না পারলে ১১২ রানে বাকি সাত উইকেট ফেলে শ্রীলঙ্কায় ইনিংস জয়ের সম্ভাবনা ধরে রাখা মুশকিল হয়ে যাবে তাসকিন, মেহেদী মিরাজ, তাইজুলদের জন্য৷

মৃদৃ আশার কথা একটাই আর তা হলো, এখনো ৩১২ রানে এগিয়ে আছে বাংলাদেশ৷ তামিম (৯০), শান্ত (১৬৩), মুমিনুল (১২৭), লিটন (৫০) আর মুশফিক (অপরাজিত ৬৮)-এর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে অনায়াসে সাড়ে পাঁচশ'র কাছে চলে যাওয়া ইনিংসটার তুলনায় স্বাগতিকদের প্রথম ইনিংসকে যত ছোট রাখা যায়, জয় বা ড্রয়ের আশা তত নাগালে থাকবে৷

তাসকিন, মেহেদী আর তাইজুল মাত্র একটা করে উইকেট নিয়ে সেই সম্ভাবনা অবশ্য খুব একটা উজ্জ্বল করতে পারেননি৷

এসিবি/জেডএইচ (ক্রিকইনফো)