1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শোক দিবস পালিত হলো বাংলাদেশে, হেলে গেল আরও একটি ভবন

৫ জুন ২০১০

পুরানো ঢাকার নিমতলীতে অগ্নিকান্ড এবং বেগুনবাড়িতে ভবন ধ্বসে নিহতদের স্মরণে আজ শনিবার বাংলাদেশে পালিত হয় রাষ্ট্রীয় শোক দিবস৷ এদিকে, ঢাকায় আজই ঘটেছে আরেকটি বহুতল ভবন হেলে পড়ার ঘটনা৷

https://p.dw.com/p/NinD
ফাইল ফটোছবি: picture alliance / dpa

রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়৷ করা হয়েছে বিদেহী আত্মার মাগফেরাত কামনা৷ গত মঙ্গলবার রাজধানীর বেগুনবাড়িতে ভবন ধসে ২৫ জনের প্রাণহানির ঘটে৷ এ ঘটনার এক দিন পরই বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুরানো ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলিতে ঘটে স্মরণকালের সবচেয়ে বড় অগ্নিকান্ডের ঘটনা৷

অবশ্য এখনো অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার ব্রিগেড৷ প্রত্যক্ষদর্শীদের মন্তব্য, বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণেই আগুনের সূত্রপাত৷ পরে সেখানকার একটি প্লাস্টিক কারখানা থেকে সে আগুন ছড়িয়ে পড়ে৷ এ ঘটনায় এখন পর্যন্ত ১১৮ জন মারা গেছে৷ আহত দুই শতাধিক৷ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন৷ নিহতদের বেশিরভাগের দাফন সম্পন্ন হয়েছে আজিমপুর কবরস্থানে৷ স্বাধীনতার পর এই কবরস্থানে একই সাথে এত লাশ দাফনের ঘটনা ঘটেনি৷

এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর শান্তিনগরে ২১ তলা কনকর্ড গ্র্যান্ড নামের বহুতলটি হেলে পড়ার খবর এসেছে৷ কনকর্ড বিল্ডার্সের নির্মাণাধীন ওই ভবনে ফাটল ধরার কারণে ২/৩ ইঞ্চি হেলে গেছে৷ ভবনের চারদিকের পিলারগুলোতে ফাটল দেখা দিয়েছে৷ দুর্ঘটনা এড়াতে রাজারবাগ পুলিশ ভবনের সবাইকে সরিয়ে নেয়া হয়েছে৷ পুলিশ মাইকিং করে আশপাশের এলাকার লোকজনকে সরে যেতে বলছে৷ ২৪ তলা ভবনটি হেলে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়