1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ হলো ইউরোপীয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ

২ আগস্ট ২০১০

ফুটবলের শহর বার্সেলোনায় শেষ হলো ইউরোপীয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ৷ বরাবরের মতো এবারও পদক তালিকায় শীর্ষে রাশিয়া৷ ১০টি সোনা সহ রাশিয়ার মোট পদকের সংখ্যা ২৪৷

https://p.dw.com/p/OZcr
ছবি: picture alliance/Sven Simon

এর পরেই অবস্থান ফ্রান্সের৷ ৮টি সোনা সহ তাদের মোট পদকের সংখ্যা ১৮৷ শেষ দিনে পুরুষদের ৪X১০০ মিটার রিলেতে সোনা জেতে ফ্রান্স৷ কারণ তাদের দলে ছিলেন আসরের তারকা দৌড়বিদ ক্রিস্টোফ লেমাইট্রে – যিনি এর আগে ১০০ ও ২০০ মিটারে সোনা জিতেছিলেন৷ এছাড়া লেমাইট্রে হলেন প্রথম কোন সাদা খেলোয়াড় যিনি ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটার দৌড় শেষ করেছেন৷ পুরুষদের ঐ রিলে ইভেন্টে রুপা জিতেছে ইটালি৷ আর জার্মানির ভাগ্যে জোটে ব্রোঞ্জ৷

এদিকে চারটি সোনা সহ মোট ১৬টি পদক নিয়ে এবারের আসরে জার্মানির অবস্থান চতুর্থ৷ অর্থাৎ গতবারের চেয়ে এবার জার্মানির অবস্থান দুই ধাপ নিচে৷ যদিও গতবার এর চেয়েও কম অর্থাৎ মাত্র ১০টি পদক জয় করেছিল জার্মানি৷ সুতরাং বোঝা যাচ্ছে, এবারের আসরে অন্যান্য দলগুলো গতবারের চেয়ে বেশ ভাল ফল করেছে৷ এই যেমন ফ্রান্স৷ এবারের আসরে দ্বিতীয় হওয়া দলটি গতবার ছিল চতুর্থ স্থানে৷

তবে পারফরম্যান্সের উন্নতির দিক দিয়ে এবার সবাইকে পেছনে ফেলে দিয়েছে ব্রিটেন৷ গতবার মাত্র একটি সোনা জেতা ব্রিটেন এবার জিতেছে মোট ৬টি সোনা৷ আর তাদের মোট পদকের সংখ্যা ১৯টি৷ এর ফলে দেশটি ইউরোপীয় চ্যাম্পিয়নশীপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি পদক জিতল৷

জানিয়ে রাখি, বার্সেলোনায় বসেছিল ইউরোপীয় চ্যাম্পিয়নশীপের ২০ তম আসর৷ এর পরেরটি হবে ২০১২ সালে হেলসিংকিতে৷ এই প্রথমবারের মত একটি প্রতিযোগিতা শেষ হবার দুই বছরের মধ্যেই বসতে যাচ্ছে আরেকটি প্রতিযোগিতা৷ এর আগে প্রতি চার বছর পরপর আয়োজিত হত এই চ্যাম্পিয়নশীপ৷

এদিকে আগামী ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপটি শেষ হবে অলিম্পিক প্রতিযোগিতা শুরু হওয়ার এক মাসেরও কম সময় আগে৷ তাই ঐ প্রতিযোগিতায় তারকা অ্যাথলিটরা অংশ নেবেন কিনা তা নিয়ে এখনই চিন্তা শুরু হয়ে গেছে৷ উল্লেখ্য, লন্ডনে বসতে যাচ্ছে ২০১২ সালের অলিম্পিকের আসর৷ যা শুরু হবে ২৭ জুলাই থেকে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম