1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীর্ষে শালকে, চোদ্দো গোল কুরানাইয়ের

১৩ মার্চ ২০১০

স্টুটগার্টকে ২-১ গোলে হারিয়ে বুন্দেসলিগার শীর্ষে চলে গেল শালকে৷ মোট চোদ্দো গোলের মালিক শালকের কেভিন কুরানাই এই মুহূর্তে লিগের টপ স্কোরার৷

https://p.dw.com/p/MRnW
বুন্দেসলিগায় চোদ্দো গোলদাতা কুরানাইছবি: AP

ফলাফল হয়েছে ২-১৷ এই ফলাফলের জন্য অবশ্যই শালকের কোচ কেভিন ম্যাগাথ খুশি৷ কিন্তু সেই খুশি ক্ষণস্থায়ীই হবে যে তাতে সন্দেহ নেই ৷ কারণ, আজ শনিবার বায়ার্ন মিউনিখ তাদের ঘরের মাঠে নামতে চলেছে ফ্রাইবুর্গের বিরুদ্ধে৷ আর সেই ম্যাচ বায়ার্নের পক্ষে গেলে শালকের আর বুন্দেসলিগার শীর্ষে থাকা সম্ভব হবে না৷ কারণ, ২৬ টি ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট সংগ্রহ করার পর শালকে এই মুহূর্তে বায়ার্নের থেকে মাত্র এক পয়েন্টে এগিয়ে তালিকার শীর্ষে গেছে৷

তবে শুক্রবারের ম্যাচে শালকের কুরানাই তাঁর এই মরশুমের চোদ্দতম গোলটি করার পর লিগের টপ স্কোরার হয়ে গেছেন৷ যদিও প্রথম এগারোজনের তালিকায় কুরানাইকে রাখেন নি কোচ ম্যাগাথ৷ শালকের হয়ে এদিনের দুটি গোলই করেছেন দুই পরিবর্ত খেলোয়াড়৷ ৪৬ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন পরিবর্ত খেলোয়াড় এদু৷ আর আরেক পরিবর্ত কুরানাইয়ের গোলটি আসে খেলার ৫৫ মিনিটে৷ এর মধ্যে ৫০ মিনিটে একটি গোল করে স্টুটগার্টের স্ট্রাইকার সেরডার টাশকি খেলায় কিছুক্ষণের জন্য সমতা এনেছিলেন৷ যদিও শেষ পর্যন্ত শালকের বিজয় সূচিত হয় ওই কুরানাইয়ের গোলেই৷ তবে প্রথমার্দ্ধে স্টুটগার্টের একটি জোরদার গোলের চেষ্টা দারুণভাবে বাঁচিয়ে দিয়ে দলকে স্বস্তি দেওয়ায় গোলকিপার মানুয়েল নয়ারকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন শালকের কোচ ম্যাগাথ৷ বলেছেন, ওই গোলটা খেয়ে গেলে আমরা অনেক চাপের মধ্যে পড়ে যেতাম৷ সেটা না হওয়াতেই শেষ পর্যন্ত জয়টা সম্ভবপর হয়েছে আমাদের, বলেছেন ম্যাগাথ৷

শনিবারের খেলায় বায়ার্ন সহজেই ফ্রাইবুর্গকে হারাবে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ ফ্রাইবুর্গ তেমন জোরদার দল নয় এবারের বুন্দেসলিগায়৷ সেক্ষেত্রে শালকে চলে যাবে দ্বিতীয় স্থানেই আবারও৷ অন্যদিকে লিগ টেবিলের শীর্ষস্থানের আর এক দাবিদার বায়ার লেভারকুজেন এই মুহুর্তে চতুর্থ স্থানে থাকা হামবুর্গের মুখোমুখি হবে আগামীকাল , রবিবার৷ লেভারকুজেনের সংগ্রহে রয়েছে ৫০ পয়েন্ট৷ ফলে রবিবারের খেলার পর আবারও বদলে যাবে লিগ টেবিলের ওপরের দিকের ছবি৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - আরাফাতুল ইসলাম