1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীত অলিম্পিকে সোনা জিতল ফ্রান্স

১৫ ফেব্রুয়ারি ২০১০

ক্যানাডায় চলতি এবারের শীতকালীন অলিম্পিকের আসর তেমনভাবে যে জমে উঠছে তা এখনও বলা যাচ্ছে না৷ এরই মধ্যে সোনা জিতে নিল সুইজারল্যান্ড, স্লোভাকিয়া আর ফ্রান্স৷ ডোপিং-এর কারণে বাদ পড়লেন ত্রিশজন অ্যাথলিট৷

https://p.dw.com/p/M1AD
ভ্যাঙ্কুভারে প্র্যাকটিসে ব্যস্ত জার্মান স্কেটার কাটরিন মাসটেরসটছবি: picture-alliance/ dpa

স্লোভাকিয়ার অ্যানাস্তাজিয়া কুজমিনা আর ফ্রান্সের ভিনসেন্ট জে৷ রবিবার বিয়াথলন স্প্রিন্ট ইভেন্টে এই দুজনেই সোনা জিতে নিলেন শীত অলিম্পিকে৷ ভিনসেন্ট জিতেছেন পুরুষদের বিভাগে, দশ কিলোমিটার স্প্রিন্ট আর মহিলাদের বিভাগে অ্যানাস্তাজিয়া কুজমিনাকে সাড়ে সাত কিলোমিটার স্প্রিন্ট টানতে হয়েছে৷ এই বিভাগেই রুপো জিতেছেন জার্মানির ২৩ বছরের তরুণী মাগডালেনা নয়নার৷ নয়নার এই ইভেন্টে এর আগে ছয়বার বিশ্বচ্যাম্পিয়ন৷ এবার তিনি স্লোভাকিয়ার অ্যানাস্তাজিয়া কুজমিনার কাছে পরাজিত হন৷ ২৫ বছর বয়সী কুজমিনার প্রথম বিশ্বজয় এবারেই৷ কুজমিনার দেশ স্লোভাকিয়াও প্রথমবারের মত শীতকালীন অলিম্পিকে স্বর্ণপদক পেল৷

Olympia / Vancouver / Kumaritaschwili
অলিম্পিক শুরুর মুখে দুর্ঘটনায় নিহত জর্জিয়ার কুমারিটাশভিলির প্রতি শ্রদ্ধান্জলি স্থানীয়দের তরফ থেকেছবি: AP

প্রবল মনোযোগ, মানসিক দৃঢ়তা আর দক্ষ আত্মবিশ্বাসের সুষম সম্মেলন ঘটিয়ে শনিবার স্কি জাম্পিং-এর সুইস সুপারস্টার সিমন আম্মান জিতে নিয়েছেন এবারের শীত অলিম্পিকের প্রথম সোনা৷ আঠাশ বছরের এই বিস্ময় অ্যাথলিট এর আগেও এই অলিম্পিকে ‘ডাউনহিল' ইভেন্টে সোনা জিতেছেন দুইবার৷ তৃতীয় সোনা জিতে নেওয়ার পর নিজেকেই অবিশ্বাস্য ভাবতে শুরু করেছেন সিমন৷

এ তো গেল সোনা রুপো আর পদকের হিসেবনিকেশ৷ অন্যদিকে ডোপিং-এর মারাত্মক অভিযোগ প্রমাণিত হওয়ায় এবারের শীত অলিম্পিকের আসর থেকে বহিষ্কার করা হল ত্রিশজন অ্যাথলিটকে৷ শুরুর দিকেই এই অবস্থা একটু চিন্তা করার মতই বিষয় অবশ্যই৷ তাছাড়া, অলিম্পিকের আসর সেই প্রথম দিনে জর্জিয়ার লিউগে প্রতিযোগী মাত্র একুশ বছর বয়সী নোদার কুমারিটাশভিলির দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে কেমন যেন থমকে রয়েছে৷ রবিবার ডাউনহিল ট্রেনিং করতে তৈরি মহিলা অ্যাথলিটদের কেউই কিছু করতে পারেন নি৷ কারণ প্রবল বৃষ্টি সবকিছু বানচাল করে দেয়৷ আয়োজক দেশ ক্যানাডা আশা করে বসে আছে এই ইভেন্টে সোনা জিতে নেওয়ার৷ আবহাওয়া অনুকূল না হলে না হবে ট্রেনিং, না করা যাবে প্রতিযোগিতা৷

তবে, ধারণা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে অচিরেই৷ কারণ, সোমবার থেকে নতুন উদ্যমে অলিম্পিকের আসরে নামতে চলেছেন অ্যাথলিটরা৷ পরিস্থিতি পর্যালোচনা করে আয়োজকরা সাতটি ইভেন্টকে সাতদিনে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন৷ আবহাওয়ার অকস্মাত পরিবর্তন কিছুটা ভাবিয়ে তুললেও, শীত অলিম্পিক তার আকর্ষণ বজায় রেখেছে দর্শক আয়োজক আর অংশগ্রহণকারীদের মধ্যে৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা- আরাফাতুল ইসলাম