1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতের আগে লোডশেডিং বাড়ার আভাস জ্বালানি উপদেষ্টার

২০ সেপ্টেম্বর ২০১০

রবিবার সচিবালয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী৷

https://p.dw.com/p/PGFG
ছবি: AP

তিনি বলেন, সারের চাহিদা মেটাতে তিনটি সার কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ কমাতে হবে৷ এর ফলে এ সময় দেশে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যাবে৷

উপদেষ্টার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলছে, এ বছরে আরো ৫০০ মেগাওয়াট এবং আগামী বছর আরো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে৷ আর সমকাল বলছে, সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সরকারি যে সিদ্ধান্ত সেটা প্রত্যাহার করবে না সরকার৷ এমনটাই বলেছেন জ্বালানি উপদেষ্টা৷ সিএনজি স্টেশন মালিকরা সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লাগাতার ধর্মঘটের হুমকি দেয়ার পরও এই মন্তব্য করলেন উপদেষ্টা৷ আর বিদ্যুৎ সচিব বলেছেন আবার কবে থেকে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি৷ প্রথম আলো দিয়েছে এই তথ্য৷ উল্লেখ্য, প্রায় ছয় মাস ধরে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া বন্ধ রয়েছে৷

সংসদ অধিবেশন

আজ বসছে সংসদের ষষ্ঠ অধিবেশন৷ এটা নিয়ে সব পত্রিকায় একটা খবর থাকলেও প্রথম আলোতে আছে তিনটি৷ এর একটির শিরোনাম ‘‘বিরোধী দলে থাকলে দুই নেত্রী সংসদে যান কম''৷ বোঝাই যাচ্ছে কী নিয়ে এই প্রতিবেদনটি৷ তবে দুই নেত্রীর পাশাপাশি অন্যান্য সাংসদদের উপস্থিতি নিয়েও পরিসংখ্যান রয়েছে প্রতিবেদনটিতে৷ আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে সংসদে ফিরতে খালেদা জিয়াকে রাজি করাতে তৎপর বিএনপির কয়েকজন সাংসদ৷ আর তিন নম্বর প্রতিবেদনটিতে প্রথম আলো বলছে সাংসদদের আইনপ্রণেতা বলা হলেও আইন প্রণয়নে তাঁদের আগ্রহ কম৷ পত্রিকাটি বলছে বর্তমান সংসদের ৩৪৫ জন সদস্যের মধ্যে বড়জোর ২০-৩০ জন সাংসদ আইন প্রণয়ন সংক্রান্ত বিলের ব্যাপারে নোটিশ দেন৷ আর অন্যরা শুধু বিল পাসের সময় ‘হ্যাঁ' বা ‘না' বলে দায়িত্ব শেষ করেন৷

মর্মান্তিক দুর্ঘটনা

রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছে পিঠাপিঠি দুই ভাইবোন৷ কালের কণ্ঠ বলছে, নাসিমা ও আল-আমিন নামের ৯ ও ৮ বছরের দুই ভাইবোন বরিশালে ঈদ শেষে লঞ্চে করে ঢাকায় ফেরে৷ এরপর নৌকায় করে কেরানীগঞ্জে তাদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়ার সময় দুই লঞ্চের মাঝখানে পড়ে যায় তাদের নৌকাটি৷ ফলে তাদের মৃত্যু ঘটে৷ এই ঘটনায় তাদের বাবা যেন থানায় কোন মামলা না করেন সেজন্য তাকে দেড় লাখ টাকা দেয়া হয়েছে বলে জানিয়েছে কালের কণ্ঠ৷ আর লঞ্চ মালিক সমিতির সভাপতি বলেছেন, ‘‘যাত্রীরা অসাবধানতাবশত নৌকায় উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে৷ এখানে লঞ্চের দোষ কোথায়? তবে মানবিক কারণে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে৷''

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই