শীঘ্রই অন্বেষণে নতুন মুখ – অমৃতা পারভেজ | ডিডাব্লিউ'কে জানুন | DW | 06.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডিডাব্লিউ'কে জানুন

শীঘ্রই অন্বেষণে নতুন মুখ – অমৃতা পারভেজ

১লা আগস্ট ডয়চে ভেলের বাংলা বিভাগে যোগ দিয়েছেন অমৃতা পারভেজ৷ প্রতি দিনের প্রতিবেদন, ওয়েবসাইট কম্পোজ করার পাশাপাশি সাপ্তাহিক অনুষ্ঠান অন্বেষণ-এর অন্যতম উপস্থাপিকা হিসেবেও শীঘ্রই তাঁকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়৷

অমৃতা পারভেজ, বাংলাদেশের উত্তরাঞ্চলের শহর দিনাজপুরে যাঁর জন্ম৷ দিনাজপুর শহরের কেন্দ্রস্থলে তাঁর বেড়ে ওঠা৷ প্রথম স্কুল সেন্ট জোসেফ, এরপর দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখার পাঠ৷ ১৯৮৯ সালে তাঁদের বাড়ির নীচ তলায় যাত্রা শুরু করে দিনাজপুর উদীচী শিল্পী গোষ্ঠী৷ তাই গানে হাতেখড়িটাও সেখান থেকেই৷ প্রথমে নজরুল, তারপর রবীন্দ্রসংগীত এবং শাস্ত্রীয় সংগীত শেখা৷ ১৯৯৭ সালে এই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন বৃহত্তর দিনাজপুরে মেয়েদের মধ্যে প্রথম হয়ে৷ ১৯৯৯-তে দিনাজপুর সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে স্টার মাকর্স নিয়ে উত্তীর্ণ হন অমৃতা পারভেজ৷

প্রথমবারের মতো রাজধানী ঢাকাতে পা রাখেন সে বছরই৷ ২০০১ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে৷ সেখান থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে৷

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছায়ানটে গান শেখা শুরু করেন অমৃতা৷ যোগ দেন সনদান সংস্কৃতি সংগঠনে৷ স্নাতক ডিগ্রি অর্জন করার আগেই ২০০৬ সালের ডিসেম্বর মাসে যোগ দেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে নিউজরুম এডিটর হিসেবে৷ এরপর ২০১১ সালের মার্চে মাছরাঙা টেলিভিশনে যোগ দেন একই পদে৷ সেইসাথে শুরু করেন সংবাদ উপস্থাপন এবং সংবাদ সম্পাদনার কাজ৷

তাই অন্বেষণের অন্যতম উপস্থাপিকা হিসেবে অমৃতা যে তাড়াতাড়ি সবার নজর কাড়বেন – তা বলাই বাহুল্য!