1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশু নির্যাতন: পদত্যাগ করতে চাইছেন বিশপ মিক্সা

২২ এপ্রিল ২০১০

দ্য আউসবুর্গার আলগেমাইনে নামের জার্মানির এক পত্রিকার খবরে বলা হয়েছে, অনাথ শিশুদের গায়ে হাত তোলার অভিযোগে অভিযুক্ত জার্মানির আউসবুর্গ এলাকার বিশপ ভাল্টার মিক্সা তাঁর পদত্যাগপত্র পোপ ষোড়শ বেনেডিক্টের কাছে পাঠিয়ে দিয়েছেন৷

https://p.dw.com/p/N2b2
বিশপ মিক্সাছবি: picture alliance / dpa

তাঁর বিরুদ্ধে এর আগেই অভিযোগ উঠেছিল যে তিনি যখন একটি এতিমখানার দায়িত্বে ছিলেন, তখন তিনি সেখানকার এতিম শিশুদের শাস্তি দিয়েছিলেন, তাঁর হাতে চড় থাপ্পরের মতো নির্যাতনের শিকার হয়েছিল সে সময়ে ঐ এতিমখানার শিশুরা৷ তাঁর বিরুদ্ধে এই অভিযোগের বিষয়টি খবরে আসলে তিনি প্রথমে তা উড়িয়ে দিয়েছিলেন মিথ্যে বলে৷ কিন্তু পরে তাঁর এই শক্ত অবস্থান বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি৷ চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি স্বীকার করেন যে কয়েক দশক আগে দায়িত্ব পালনকালে তিনি এতিমখানায় শিশুদের চড় মেরেছিলেন৷

অবশ্য এই সংবাদপত্রে বিশপ ভাল্টার মিক্সার কোন মন্তব্য প্রকাশ করা না হলেও, পত্রিকাটির দাবি তারা ঐ বিশপের খুবই ঘনিষ্ঠ জনের কাছ থেকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন৷ অবশ্য এরই মধ্যে জার্মানির ক্যাথলিক বিশপ সংগঠনের প্রধান রোব্যার্ট সলিচ জনসমক্ষে বলছেন, বিশপ মিক্সার উচিত দীর্ঘ বিশ্রামে চলে যাওয়া৷ অনেকটা ভদ্র ভাষায় মিক্সাকে চলে যাবার কথা তখনই বলা হলো যখন তাঁর বিরুদ্ধে আর্থিক এবং নিয়ম বিরুদ্ধ অন্যান্য ঘটনা ঘটাবার অভিযোগের তদন্ত চলছে৷ তদন্তকারীরা দেখছেন কি করে বা কেন তিনি ধর্মপ্রচারক হয়েও আয়েশী জীবন যাপন করতেন৷

মিক্সার বিরুদ্ধে তৎকালিন সময়ে যে সকল এতিমকে নির্যাতন করার অভিযোগ উঠেছে, তাদের কাছে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে এতিমখানা কর্তৃপক্ষ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম