1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিনিকেতনি ঢঙে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশে

৯ মে ২০১০

শান্তিনিকেতনের মতই এবার শাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গড়বেন হাসিনা৷ সিলেটে রুশনারাকে নিয়ে শোভাযাত্রা৷ ঢাকায় ব্যাপক খুনোখুনি৷

https://p.dw.com/p/NJYg
শান্তিনিকেতনের ধাঁচে হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় - বললেন হাসিনা৷ছবি: Mustafiz Mamun

বাংলাদেশের প্রায় সবকটি দৈনিকপত্রের খবর আজ শান্তিনিকেতনের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে৷ আগামী বছরের মধ্যে শান্তিনিকেতনের আদলে ঠাকুর পরিবারের একদা কুঠিবাড়ি কুষ্টিয়ার শিলাইদহ ও শাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে শনিবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চর্চা প্রসারিত করতে চান তিনি৷ শনিবার সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯ তম জয়ন্তী উৎসব উপলক্ষে রাজধানীর ওসমানি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই আনন্দের খবর জানান৷ প্রধানমন্ত্রী বলেন, যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চায় উৎসাহিত করা প্রয়োজন৷ শেখ হাসিনা রবীন্দ্রনাথ ঠাকুরের নানা সৃষ্টি ও কর্ম সম্পর্কেও আলোকপাত করেন৷ রবীন্দ্রনাথকে সার্থক জমিদার আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, কৃষিকাজে উৎসাহিত করতে তিনি কৃষকদের নানা ধরনের সহায়তা করেছেন৷ তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও বক্তা ছিলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সংস্কৃতি সচিব হেদায়েতুল্লাহ আল মামুন৷ শনিবার রবীন্দ্রনাথই ছিলেন দেশজুড়ে তাঁর জন্মোত্সবে৷ রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সত্যদ্রষ্টা এই বাউলের ১৪৯তম জন্মদিন পালিত হয়েছে তাঁরই সৃজন দিয়ে৷ রবিঠাকুরেরই গান কবিতা, নাটকের মধ্য দিয়ে৷

Screenshot der Seite tagoreweb.in Flash-Galerie
ছবি: tagoreweb.in

সিলেটে রুশনারার জন্য শোভাযাত্রা

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গললনা রুশনারা আলির বিজয়কে স্মরণীয় করতে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে শনিবার৷ পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন অ্যান্ড বো আসন থেকে লেবার দলের বিজয়ী প্রার্থী রুশনারার জন্ম ১৯৭৫ সালে সিলেটে৷ সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে লন্ডনে গিয়েছিল ছোট্ট রুশনারা৷ বিডি নিউজ টোয়েন্টিফোর এই খবর দিয়ে আরও জানাচ্ছে, বাংলাদেশ ও ব্রিটেনের জাতীয় পতাকা হাতে নিয়ে সিলেট সিটি করপোরেশনের শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন শনিবার৷ সংক্ষিপ্ত সমাবেশে সিটি মেয়র আহমদ কামরান বলেন, ব্রিটিশ পার্লামেন্টে একজন বাঙালির বিজয় জাতির জন্য গর্বের৷ রুশনারা ভালবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন আর তাঁর বিজয় বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে৷ রুশনারা আলির বিজয়ে ব্রিটেন-বাংলাদেশ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে মেয়রের আশা৷

ঢাকায় একদিনে খুন হয়েছে ছয়জন

তিন বছরের শিশু আর তার মা সহ মোট ছয়জন খুন হয়েছে শনিবার ঢাকা আর আশপাশে৷ তিন বছরের শিশুকন্যা তনহা সহ ইয়াসমিন বেগম নামের এক তরুণী খুন হয়েছেন কদমতলীর শাহির আখড়াতে৷ মীরপুরে এক কন্ট্রাটক্টর নিহত হয়েছেন, নাম, আব্দুস সামাদ, বয়স ৩৮৷ এছাড়া আশুলিয়ায়, গাজিপুরেও খুন আরও দুইজন, তাদের একজন কিশোর, বয়স মাত্র তেরো৷ খবর ডেলি স্টারের৷

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা অরুণ শঙ্কর চৌধুরী