1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

১২ ফেব্রুয়ারি ২০২০

১০০ কোটি ক্ষতিপূরণ চেয়ে টাকা সাবেক নৌমন্ত্রী ও পরিবহন নেতার বিরুদ্ধে এ মামলা করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন৷ বুধবার ঢাকার এক নম্বর যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে এই মামলা দায়ের হয়৷

https://p.dw.com/p/3XfHi
ছবি: youtube/J. Al Mahmud

ইলিয়াস কাঞ্চনের আইনজীবী মো. রেজাউল করিমকে উদ্ধৃত করে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে পরে শুনানি হবে।

গত বছরের পয়লা নভেম্বর নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ার পর থেকে এ নিয়ে আন্দোলনে নামেন পরিবহন শ্রমিকেরা৷ কিন্তু নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আইনের পক্ষে অবস্থান নিলে তিনি পড়েন পরিবহন শ্রমিক-মালিকদের তোপের মুখে৷

৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনের সম্পদ নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব'।

এর পরপরই এই বক্তব্যের প্রতিবাদ জানান সাবেক চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন৷ অ্যাডভোকেট রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ‘মিথ্যা বক্তব্য' প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিলশাজাহান খানকে। কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার কিংবা ক্ষমা প্রার্থনা করেননি। এর প্রতিকার চেয়েই মানহানির মামলা দায়ের করা হয়েছে৷

সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর থেকেনিরাপদ সড়কের দাবিতে  দুই যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন৷ ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)' নামে একটি সংগঠনের ব্যানারে রাজপথ নিরাপদ করার আন্দোলনের প্রধান কাণ্ডারি তিনি৷

সড়ক পরিবহন আইন নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্কের মধ্যেই ইলিয়াস কাঞ্চন মুখোমুখি হয়েছিলেন ডয়চে ভেলের৷ দর্শকদের অনেক প্রশ্নের উত্তরও দিয়েছিলেন তিনি৷ নীচের ভিডিওতে দেখে নিন ইলিয়াস কাঞ্চনের পুরো বক্তব্য৷

এডিকে/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান