1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাকিবকে নিয়ে ছবি বানালে খরচ দুই কোটি টাকা

২০ আগস্ট ২০১০

আর অল্প কিছুদিন পরেই ঈদ৷ আর এই ঈদকে সামনে রেখে বাংলাদেশের বিনোদন বাজার বেশ চড়া৷ ঈদ উপলক্ষে সবগুলো টেলিভিশনে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠানমালা৷ এর মধ্যে রয়েছে নাটক, বিনোদন ম্যাগাজিন এবং টেলিফিল্ম৷

https://p.dw.com/p/OsYW
এবার ঈদে মুক্তি পাচ্ছে ৪টি ছবিছবি: moviemento

ফিল্মের কথা যখন এসেই গেল তখন জানিয়ে রাখি, বাংলাদেশে এবারের ঈদে শেষ পর্যন্ত চারটি ছবি মুক্তি পেতে যাচ্ছে৷ ছবিগুলো হচ্ছে - ‘শাকিব খান নাম্বার ওয়ান', ‘নিঃশ্বাস আমার তুমি', ‘চাচ্চু আমার চাচ্চু' ও ‘রিক্সাওয়ালার ছেলে'৷

আরও চারটি ছবি মুক্তির কথা ছিল৷ সেগুলো মুক্তি পাচ্ছে না৷ এর মধ্যে দুটি ছবি মুক্তি পাচ্ছে না কেবল অভিনেতা শাকিব খানের আপত্তির কারণে৷ শাকিব চাইছিলেন, এবারের ঈদে তাঁর তিনটির বেশি ছবি যেন না আসে৷ শেষ পর্যন্ত তাঁর চাওয়াই পূরণ হয়েছে৷ এখন তাঁর যেন জয়জয়াকার৷ এ প্রসঙ্গে পরিচালক বদিউল আলম খোকন বললেন, এখন শাকিবকে নিয়ে ছবি বানাতে প্রায় দুই কোটি টাকা খরচ পড়ে৷ বলে রাখা ভালো ঈদে মুক্তির মিছিলে থাকা চার ছবির তিনটিরই নায়ক শাকিব খান৷

শাকিব খান নাম্বার ওয়ান, নিঃশ্বাস আমার তুমি, এই ছবি দুটির নির্মাতা করেছেন বদিউল আলম খোকন৷ অন্যদিকে, চাচ্চু আমার চাচ্চু নির্মাণ করেছেন পি এ কাজল৷ মনতাজুর রহমান আকবর নির্মাণ করেছেন রিক্সাওয়ালার ছেলে৷

তবে ভিন্ন ধারার একটি ছবি এবারে মুক্তি পেতে পারে বলেই এ পর্যন্ত খবর৷ এই ছবির নাম দুই পুরুষ৷ এটিএন বাংলা চ্যানেলের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রযোজনায় এই ছবিটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম৷ এ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় শিল্পী রিয়াজ ও মৌসুমী৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ