1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শনিবার বিয়ের পিঁড়িতে বসছেন চেলসি ক্লিনটন

২৯ জুলাই ২০১০

দেখতে দেখতে চেলসির বয়স তো কম হলো না৷ ৩০৷ কে যেন বলেছিল ‘কুড়িতে বুড়ি!’, তাহলে ত্রিশে কি? আসলে ‘বিয়ে ত্রিশে, হয় মিলে মিশে’! অন্তত ক্লিনটন ও হিলারি কন্যার বেলায় তা বলা যায় বৈকি৷ বাবা-মার পছন্দেই প্রেমিককে বিয়ে করছেন চেলসি৷

https://p.dw.com/p/OXWc
চেলসি ক্লিনটনছবি: picture-alliance/dpa

আগামী শনিবার বিয়ে৷ বাড়িময় রমরমা অবস্থা৷ ডেকোরেটরের লোকজন এসে ইতিমধ্যেই হাডসন নদীর পাড়ে বিশাল এক তাঁবু তৈরি করেছেন৷ এই তাঁবুর রঙ সাদা৷ প্রায় ৫শ অতিথি যোগ দেবেন এই অনুষ্ঠানে৷ অ্যামেরিকান মিডিয়ার খবর হচ্ছে- এই বিয়ের অনুষ্ঠানটি নাকি হবে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে জাঁকজমক অনুষ্ঠান৷

এ কথা অবশ্য সকলের জানা হয়ে গেছে যে, চেলসি বিয়ে করছেন তার চেয়ে দুই বছরের বড় ব্যাংকার মার্ক মেজভিনস্কিকে৷ এমনিতে চেলসি ক্লিনটন নাকি খুব খোলামেলা স্বভাবের, বিশেষ করে তাঁর পরিচিত মহলে৷ কিন্তু তিনি তাঁর বিয়ে নিয়ে রাখঢাক কেন রাখছেন, সে বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে মার্কিন মুল্লুক জুড়ে৷ বিষয়টি যেন ‘যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই'৷

বিয়ের মাঝে বাকি মাত্র একদিন৷ কিন্তু এখনো জানা যাচ্ছে না কারা এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বা বরযাত্রীর বা সংখ্যাই বা কত৷ প্রেসিডেন্ট ওবামা কি আসছেন এই অনুষ্ঠানে, সেটাও নিশ্চিত নয়৷ খাবারের মেনুতে কী থাকছে সে বিষয়েও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না৷ নিউইয়র্কের একটি ছোট্ট শহরের বিলাসবহুল অ্যাস্টর কোর্টস-এ বিয়ের আয়োজনে কনের পোশাকের ডিজাইনারের নামটিও রাখা হয়েছে গোপন৷

কিন্তু বিয়ে নিয়ে এতো গোপনীয়তা কেন? সে প্রশ্নের উত্তরও গোপন রয়েছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন