1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শতবর্ষে রোনাল্ড রেগান

১২ জানুয়ারি ২০১১

বার্লিনসহ পশ্চিম জার্মানির বিভিন্ন শহরে মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন রাজনীতিক, মার্কিন সৈনিকের নামে সড়ক ও স্কোয়ারের নামকরণ হয়েছে ইতিপূর্বে৷ একত্রিত বার্লিনে সেই ট্র্যাডিশন চলছে এখনো৷

https://p.dw.com/p/QqZZ
এখানেই রেগান বলেছিলেন, মিস্টার গর্বাচভ, এই দেয়াল ধূলিসাৎ করুনছবি: AP

জুন,১৯৮৭৷ পড়ন্ত বিকেল৷ ব্রান্ডেনবুর্গ গেটের সামনে (পশ্চিম বার্লিন অংশে) জনসভা৷ প্রায় ৫০ হাজার মানুষ শ্রোতা৷ বক্তা মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান৷ সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট মিখায়েল গর্বাচভের উদ্দেশে রেগান বললেন, ‘‘মিস্টার গর্বাচভ, এই গেট (ব্রান্ডেনবুর্গ) খুলে দিন৷ মিস্টার গর্বাচভ, এই দেয়াল ধূলিসাৎ করুন (মিস্টার গর্বাচভ, ওপেন দিস গেট, টিয়ার ডাউন দিস ওয়াল৷)’’ এই বক্তৃতা নিঃসন্দেহে ঐতিহাসিক৷ কিন্তু ৮৮১ দিন পরে রেগানের আহ্বানে নিশ্চয় বার্লিন দেয়ালের ধস হয়নি৷ গর্বাচভেরও কোনো হাত ছিলো না৷ দেয়াল ধ্বংসকারী তৎকালীন পূর্ব বার্লিন, পূর্ব জার্মানির সাধারণ মানুষ, যারা হয়তো রেগানের ভাষণই শোনেনি৷

বার্লিনসহ জার্মানির নানা শহরে আমেরিকান প্রেসিডেন্টদের নামে, রাজনীতিকদের নামে, হিরো-সৈনিকদের নামে রাস্তা, স্কোয়ারের নামকরণ করা হয়েছে৷ সম্প্রতি নির্মিত বার্লিনের প্রধান রেলওয়ে স্টেশনের (হাউপ্টবানহোফ) চত্বরের নতুন নাম ওয়াশিংটন প্লাৎস্ (স্কোয়ার)৷ ৬ ফেব্রুয়ারি ২০১১-য় রোনাল্ড রেগানের জন্মশতবর্ষ৷ জন্মবার্ষিকী উপলক্ষে রেগানের নামে বার্লিনে একটি সড়কের নামকরণের তোড়জোড় চলছে৷ সি ডি ইউ, এফ ডি পি, সি এস ইউ দলের মন্ত্রী-নেতারা বলছেন, রেগান জার্মানির বড়ো বন্ধু ছিলেন৷ অতএব, তাঁর নামে রাস্তা বা স্কোয়ারের নামকরণ জরুরি৷ শুধু বন্ধু বলেই সড়ক/স্কোয়ারের নামকরণ ? এই যুক্তি মানতে নারাজ এস পি ডি৷ বাম দলেরও ঘোরতর আপত্তি৷ সাধারণ মানুষের নানা প্রতিক্রিয়া৷ একজন বললেন, সি ডি ইউ-এর জোট-সরকারের আমলে কী জর্জ ডাবলু বুশ (জুনিয়র)-এর নামেও রাস্তার নামকরণ করা হবে বার্লিনে ? মার্কিন কোনো শহরে কী জার্মান রাষ্ট্রনেতাদের নামে,যথা, কনরাড আডেনাউয়ার, ভিলি ব্রান্টের নামে কোনো সড়ক বা স্কোয়ারের নামকরণ করা হয়েছে ? না৷ হয়নি৷

প্রতিবেদন: দাউদ হায়দার, বার্লিন

সম্পাদনা: সঞ্জীব বর্মন