1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শতকরা ৬০ ভাগ আফগান মানসিক রোগে ভুগছে

১০ অক্টোবর ২০১০

বছরের পর বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান৷ দক্ষিণ এশিয়ার এই অন্যতম দেশটির জনগণ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিক থেকে দিন দিন কাবু হয়ে পড়ছে৷ দেশটির শতকরা ৬০ ভাগ জনগণই কোন না কোন মানসিক রোগে আক্রান্ত৷

https://p.dw.com/p/PaaN
An Afghan woman buys a chicken
আফগানিস্তানে দারিদ্রের পাশাপাশি নিরাপত্তাহীনতা বিরাজ করছেছবি: AP

জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ৷ এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে আফগানিস্তানের ভারপ্রাপ্ত জনস্বাস্থ্য মন্ত্রী সুরায়া দলিল জানান, আফগান জনগণের প্রতি তিনজনের মধ্যে প্রায় দুইজনই কোন না কোন মানসিক রোগে ভুগছে৷ এটা এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ আফগানিস্তানে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের কারণে দেশটিতে এখন বিরাজ করছে চরম দারিদ্র্য, নিরাপত্তাহীনতা, সহিংসা এবং নারী পুরুষের মধ্যে বৈষম্য৷ তার সঙ্গে এখন যোগ হয়েছে সেখানকার লোকগুলোর মানসিক বৈকল্য৷ আফগানিস্তানে নিরক্ষরতার হার শতকরা ৭০ ভাগেরও বেশি৷ এই কারণে সেখানকার মানসিক রোগীদের দশা আরও খারাপ৷

মন্ত্রী সুরায়া দলিল জানান, তালেবান বিদ্রোহীদের তৎপরতার কারণে সরকারের পক্ষে মানসিক রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়াও সম্ভব হয় না৷ এই পরিস্থিতির সবচেয়ে কঠিন শিকার হচ্ছে নারী এবং শিশুরা৷ তাদের মধ্যে মানসিক বৈকল্য দেখা যাচ্ছে তুলনামূলক বেশি৷ আফগানিস্তানে মানসিক রোগীদের চিকিৎসার সুযোগ সুবিধার অবস্থাও ভয়াবহ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি পিটার গ্র্যাফ জানান, গোটা আফগানিস্তানে মানসিক রোগের স্বীকৃত চিকিৎসক রয়েছেন মাত্র দুই জন৷ মানসিক চিকিৎসার জন্য যেসব হাসপাতাল রয়েছে সেখানে শয্যা সংখ্যাও অত্যন্ত কম, সব মিলিয়ে দুইশ, জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পিটার গ্র্যাফ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক