1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শচীনকে নিয়ে স্বপ্ন বাংলাদেশেও

২ এপ্রিল ২০১১

শচীন তেন্ডুলকারের ব্যাটিং থেকে স্বপ্নের ফাইনালের কথা৷ ফাঁসির দুই আসামিকে মুক্তি দেওয়ায় বিচারকের বিরুদ্ধে তদন্ত৷ আজকের পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/10mF8
আজ কী ১০০বার ১০০ সফল হবে শচীনের?ছবি: AP

বিশ্বকাপ ফাইনাল সর্বত্রই শিরোনামে

দৈনিক কালের কন্ঠ, ইত্তেফাক, বিডিনিউজ টোয়েন্টিফোর কিংবা ডেইলি স্টার, সব সংবাদপত্র এবং মাধ্যমের শিরোনামেই আজ বিশ্বকাপ ফাইনাল৷‘স্বপ্ন-সম্ভাবনার মহাযুদ্ধ', শিরোনাম কালের কন্ঠের৷ এই পত্রিকা আজ শচীন তেন্ডুলকারকে নিয়ে একটি বিশেষ কলামও প্রকাশ করেছে৷ যার শিরোনাম ‘সুর শক্তি ছন্দ ধ্যান নিয়ে এই শচীন'৷ প্রতিবেদনে বিশ্বখ্যাত লিটল মাস্টার শচীন তেন্ডুলকারের সাঁইত্রিশ বছরের জীবনের সব তথ্য৷ প্রত্যাশা রয়েছে, আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীনের শততম সেঞ্চুরিরও৷ প্রায় সবকটি পত্রিকা যে কথাটা গুরুত্ব দিয়ে বলেছে, তা হল, দক্ষিণ এশিয়ায় আয়োজিত বিশ্বকাপ থেকে যাবে দক্ষিণ এশিয়াতেই৷ ক্রিকেট দুনিয়ায় এখন তাই এশিয়াই সবচেয়ে বড়মাপের শক্তি৷

ফাঁসির দুই আসামিকে মুক্তি দেওয়ায় বিচারকের বিরুদ্ধে তদন্ত

কালের কন্ঠের প্রতিবেদন বলছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল অনুমতির আবেদন চলাকালীন ফাঁসির দুই আসামিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার নির্দেশদাতা বিচারকের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে৷ বিষয়টি তদন্ত করতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে৷ সাতক্ষীরার শিশু অর্ণব হত্যা মামলার দুই আসামিকে মুক্তি দেওয়ার খবর কালের কণ্ঠে গত ২৬ জানুয়ারি প্রকাশিত হওয়ার পর আইন মন্ত্রণালয় বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেয়৷ পরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (জেলা জজ) সৈয়দ আমিনুল ইসলামকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়৷ জানা গেছে, আজ শনিবার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরায় যাচ্ছেন৷ আগামীকাল রবিবার সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য নেবেন তিনি৷

উপজেলা নির্বাচনের পঞ্চম দিন আজ

নির্বাচনের পঞ্চম দিন শনিবার ১১ উপজেলার ৭৭টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে৷ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে৷ এ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে৷ ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর ও পল্লী) আব্দুল বাতেন জানান, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১৬ ইউনিয়নে, পিরোজপুর জেলার পিরোজপুর সদরের ৬ ইউনিয়নে, জিয়ানগর উপজেলার ৩ ইউনিয়নে, ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার ৫ ইউনিয়নে, চরফ্যাশন উপজেলার ৯ ইউনিয়নে, মনপুরা উপজেলার ২ ইউনিয়নে, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ১০ ইউনিয়নে, বাগেরহাট জেলার বাগেরহাট সদরের ১০ ইউনিয়নে, কচুয়া উপজেলার ৭ ইউনিয়নে, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ৪ ইউনিয়নে ও লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: ফাহমিদা সুলতানা