1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় অশনি

৯ মে ২০২২

ঘূর্ণিঝড় অশনি ক্রমশ শক্তি হারাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড় উপকূলের কাছে পৌঁছবে। অশনি শেষপর্যন্ত হয় সাধারণ ঘূর্ণিঝড় হবে বা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে।

https://p.dw.com/p/4B0qc
সোমবার থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেছে।  পঁচিশে বৈশাখের সকালে তোলা ছবি।
সোমবার থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেছে। পঁচিশে বৈশাখের সকালে তোলা ছবি। ছবি: Satyajit Shaw/DW

আশঙ্কা ছিল, ঘূর্ণিঝড় অশনি ভারত ও বাংলাদেশের উপর আছড়ে পড়তে পারে। কিন্তু আন্দামানের কাছে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ কমছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকালেও ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতি ছিল ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। পরে দুপুরে তা কমে দাঁড়ায় ৯৫ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, সোমবার পর্যন্ত অশনি প্রবল ঘূর্ণিঝড় হয়ে থাকবে। তারপর সেটা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদি অশনি পুরীর উপকূলে আছড়ে পড়ে, তাহলে সাধারণ ঘূর্ণিঝড় হিসাবেই আছড়ে পড়বে। তা না হলে গভীর নিম্নচাপে পরিণত হবে অশনি।

তবে যাই হোক না কেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে। বস্তুত, সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। কলকাতায় পঁচিশে বৈশাখের সকালে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে।

বাংলাদেশের বুলেটিন

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিশেষ বুলেটিন দিয়ে বলেছে, সোমবার সকাল ছয়টায় চট্টগ্রাম থেকে এক হাজার ৮৫ কিলোমিটার দূরে ছিল এই ঘূর্ণিঝড়। কক্সবাজার থেকে এর দূরত্ব ছিল এক হাজার ২০ কিলোমিটার।

ডিডাব্লিউর কন্টেন্ট পার্টনার বিডিনিউজ২৪ডটকম জানাচ্ছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ থাকার জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সমুদ্র বিক্ষুব্ধ থাকবে বলে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলিকে উপকূলের কাছে সাবধানে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে। তাদের গভীর সমুদ্রে না যাওয়ার কথাও বলা হয়েছে।

জিএইঅচ/এসজি(পিটিআই, বি়ডিনিউজ২৪ডটকম)