1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোডশেডিং এর প্রতিবাদে মাথা ন্যাড়া করলেন শতাধিক মানুষ

১১ এপ্রিল ২০১০

টেক্সটাইল শ্রমিক নিহত, বিদ্যুৎ সংকট আর তার মাঝে শিশু ও তরুণীদের উপর হামলার নানা খবর, বলছি বাংলাদেশের সংবাদপত্রগুলোর কথা৷ রাজনৈতিক নানা বিষয় ছাড়াও এসব ইস্যু নিয়ে শিরোনাম করেছে দৈনিক পত্রিকাগুলো৷

https://p.dw.com/p/Msut
ফাইল ফটোছবি: AP

সংঘর্ষে নিহত ১

দৈনিক ইত্তেফাক-এর প্রধান শিরোনাম ‘বহিরাগত-শ্রমিক সংঘর্ষে নিহত ১৷' শনিবার ঢাকার অদূরে নারায়নগঞ্জে টেক্সটাইল মিল শ্রমিকদের ধর্মঘট চলছিল৷ এসময় বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায় এবং শ্রমিকরা তা প্রতিহত করতে গেলে প্রাণ হারায় জিয়াউল হক নামের এক শ্রমিক৷ তবে এই বহিরাগত সন্ত্রাসীরা ঠিক কাদের ইন্ধনে শ্রমিকদের উপর হামলা চালিয়েছে, সে সম্পর্কে কিছু জানাতে পারেনি দৈনিক ইত্তেফাক৷ দৈনিক প্রথম আলো, দৈনিক কালের কন্ঠসহ আরো কয়েকটি পত্রিকায়ও এই খবরটি জায়গা করে নিয়েছে৷

বিদ্যুৎ সঙ্কটের প্রতিবাদে মাথা ন্যাড়া

সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম এ সংক্রান্ত এক অভিনব সংবাদ প্রকাশ করেছে৷ মাত্রাতিরিক্ত হারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা বা লোডশেডিং এর প্রতিবাদে গাজীপুরের শতাধিক মানুষ মাথা ন্যাড়া করে মানববন্ধন করেছে৷ এসময় তাদের হাতে ছিল ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগণ' - লেখা ব্যানার৷

বাংলাদেশের গ্রামাঞ্চলে কেউ ছোটখাট অপরাধ করলে শাস্তি হিসেবে মাথা ন্যাড়া করে দেওয়ার গল্প মাঝে মাঝে শোনা যায়৷ কিন্তু বিদ্যুৎতের দাবিতে স্বেচ্ছায় এমন কর্মের কথা আগে বোধহয় শোনা যায় নি৷

শিশু কন্যা ধর্ষণ, কিশোরী বিপাকে

দৈনিক যুগান্তর জানাচ্ছে নাটোরে ৭ বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে৷ তার অবস্থা বেশ আশঙ্কাজনক এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে৷ তবে আশার কথা হচ্ছে, শনিবারই ধর্ষককে আটক করেছে পুলিশ৷

এছাড়া, রংপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার মামা৷ কিশোরী রোজিনা জানিয়েছে, লেখাপড়া করতে চায় সে, তবে তাকে যারা উত্ত্যক্ত করছে তাদের বিচার না হলে আত্মহত্যা ছাড়া কোন উপায় থাকবে না৷ বেশ কয়েকটি পত্রিকা এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়