1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যাদুর্গতদের পাশে ওবামা

২৪ আগস্ট ২০১৬

সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন বারাক ওবামা৷ কিন্তু ছুটি বাতিল করে সেখানে ছুটে যাননি৷ তাই সমালোচনার ঝড় উঠেছিল৷ এবার সেসবের অবসান করলেন তিনি নিজেই...

https://p.dw.com/p/1Jo5Z
লুইজিয়ানায় মার্কিন প্রেসিডেন্ট ওবামা
ছবি: Getty Images/AFP/N. Kamm

শুধু কথা নয়, সব সমালোচনার ইতি টেনে মার্কিন প্রেসিডেন্ট একেবারে সশরীরেই উপস্থিত হলেন অঙ্গরাজ্যেটিতে, দাঁড়ালেন বন্যাপীড়িতদের পাশে৷

প্রবল বর্ষণ আর বন্যার কারণে ইতিমধ্যেই ১৩ জন মারা গেছে লুইজিয়ানায়, ঘরছাড়া হয়েছে অন্তত তিন হাজার মানুষ৷ হোয়াইট হাউজের এক বিবৃতি বলছে, লুইজিয়ানার বন্যাকবলিত এলাকায় আটকে পড়া হাজারো মানুষকে উদ্ধার করেছে জরুরি বিভাগের কর্মীরা৷

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য