1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়া থেকে ফিরে আসা বাংলাদেশিরা দূতাবাসের ওপর ক্ষুব্ধ

৩ মার্চ ২০১১

এখন থেকে প্রতিদিনই লিবিয়া থেকে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরে আসবেন৷ আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম প্যাসেঞ্জার এবং চার্টার্ড বিমানে করে তাদের ঢাকার আনার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন আঞ্চলিক প্রতিনিধি রুবাব ফাতিমা৷

https://p.dw.com/p/10SeE
লিবিয়া ছাড়ছেন বিদেশিরাছবি: DW

বুধবারই এপর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি দেশে ফিরেছেন৷ মোট ৫২৬ জন৷ দেশে ফিরে তারা অভিযোগ করেন দূতাবাসের বিরুদ্ধে৷ তাদের কথা, কেউ কোন খোঁজ খবর নেয়নি তাদের৷ তারা জানান, এখনো লিবিয়ায় অনেক বাংলাদেশি চরম দুরবস্থার মধ্যে রয়েছেন৷

এদের অনেকই ভিটে মাটি বিক্রি করে ভাগ্যের খোঁজে লিবিয়া গিয়েছিলেন৷ কেউ গিয়েছেন মাত্র কয়েকমাস আগে৷ কিন্তু নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন৷

আইওএম-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক প্রতিনিধি রুবাব ফাতিমা জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে তারা বাংলাদেশি এই নাগরিকদের ফিরিয়ে আনছেন৷ টিউনিশিয়া, মিশরসহ অন্যান্য সীমান্ত এলাকায় যারা যেতে পেরেছেন তাদের প্রতিদিনই ফিরিয়ে আনা হবে৷

এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বন্দরে একটি অভ্যর্থনা কেন্দ্র খোলা হয়েছে৷ লিবিয়া থেকে ফিরে আসা প্রবাসীদের বিমান বন্দর থেকে বিশেষ বাসে ষ্টেশনে পৌঁছে দেয়া হচ্ছে৷ আর আইওএম প্রত্যেককে দিচ্ছে এক হাজার করে টাকা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক