1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লারা দত্ত আর ভূপতির আজ বিবাহোত্তর সম্বর্ধনা, তবে...

১৯ ফেব্রুয়ারি ২০১১

গোয়ার সমুদ্র সৈকতে পড়ে আছে একটি জাহাজ৷ নাম এমভি রিভার প্রিন্সেস৷ এগার বছর ধরে সেটা সৈকতের সৌন্দর্য্য আর পরিবেশ নষ্ট করছে৷ সেই নষ্ট জাহাজের সৈকতে আছে একটি রির্সোট, সেখানেই আজ অভিনেত্রী লারা দত্তের বিবাহোত্তর সম্বর্ধনা৷

https://p.dw.com/p/10KIB
টেনিস তারকা মহেশ ভূপতি ও বলিউড অভিনেত্রী লারা দত্তছবি: AP

বলিউড অভিনেত্রী লারা দত্ত ও টেনিস তারকা মহেশ ভূপতির বিয়েটা সম্পন্ন হয়েছে গত বুধবার৷ মুম্বাইয়ের বান্দ্রায় ভূপতির বাড়িতে প্রচলিত নিয়মানুযায়ী দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়৷ অবশ্য অনেক দিন ধরেই শোনা যাচ্ছিলো তাদের বিয়ে হবে হবে - এমন সংবাদ৷ দুজনে ভালো বন্ধু৷ থাকতেনও নাকি এক সঙ্গেই৷ অবশ্য লারার এটি প্রথম বিয়ে হলেও মহেশের এটি দ্বিতীয় বিয়ে৷ আগের স্ত্রী শ্বেতা জয়শংকরের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরপরই লারা দত্তের সঙ্গে ভূপতির সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে৷

আজ শনিবার গোয়ার অভিজাত রির্সোট, যার নাম তাজ হলিডে ভিলেজ, সেখানেই মিস্টার ও মিসেস ভূপতির বিবাহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠান৷ আর এই সুযোগই নিয়েছেন পরিবেশবাদীরা৷ প্রায় এগার বছর ধরে সেখানে পড়ে আছে রিভার প্রিন্সেস৷ কী এক দুর্ঘটনার পর সেটি আর ভাসতে পারেনি৷ কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে সৈকতের সৌন্দর্য্য আর পরিবেশ নষ্ট করা ছাড়া আর কোন কাজ নেই, সেটিকে আজও সরাতে পারেনি সরকার৷ কারণ, নানা আইনী জটিলতা৷

Schauspielerin Lara Dutta
লারা দত্তছবি: AP

পরিবেশবাদীরা বারবার আহ্বান জানালেও কোন কাজে আসছে না৷ ফলে এবার লারা আর ভূপতির বিয়ের অনুষ্ঠানকে সুযোগ হিসাবে নিয়েছেন তারা৷ দেশের বিভিন্ন স্থান থেকে সেখানে এসেছেন সাংবাদিকরা৷ তাদের কাছে গিয়ে পরিবেশবাদীরা বলছেন, গোয়ার সমুদ্র সৈকতে ভাঙন দেখা দিয়েছে৷ আর সেই সঙ্গে সেখানেই পড়ে আছে আস্ত এক জাহাজ৷ সব মিলিয়ে সৈকত বিপদাপন্ন৷ একে রক্ষার জন্য কিছু করার আহ্বান সংবাদকর্মীদের প্রতি৷ সংবাদকর্মীরা এ বিষয়ে রির্পোট করা ছাড়া আর কীই বা করতে পারেন! যদি লারা আর ভূপতি এ বিষয়ে একটু কথা বলেন তো মন্দ হয় না৷ তারা কি সে কথা বলবেন? উত্তর জানতে হলে অপেক্ষা করুন আরও কিছু সময়৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী