1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাইপজিগে প্রতিবাদ বিক্ষোভ নিয়ে তুমুল বিতর্ক

১০ নভেম্বর ২০২০

জার্মানিতে আবারো করোনা ভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়৷ লাইপজিগে হওয়া বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ হয়৷ এই নিয়ে দেশের রাজনীতি, পুলিশ ও বিচার বিভাগে শুরু হয়েছে তুমুল বিতর্ক৷

https://p.dw.com/p/3l6Qg
ছবি: Sebastian Willnow/dpa/picture alliance

সোমবার জার্মানির এক শীর্ষ রাজনীতিবিদ জাসকিয়া এসকেন দক্ষিণপন্থি প্রতিবাদ বিক্ষোভে সহিংসতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেওয়ায় কর্তৃপক্ষকে দোষারোপ করেন৷ প্রতিবাদটি হয় করোনাভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে গত শনিবার, যেখানে প্রতিবাদকারীরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়৷

লাইপজিগের বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়েছেন জার্মানির আইনমন্ত্রী মন্ত্রী ক্রিস্টিনে ল্যামব্রেস্ট এবং বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তিনি ৷

তিনি বলেন, ‘‘আমরা শনিবার লাইপজিগে যা দেখেছি তা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়৷ প্রতিবাদ করার স্বাধীনতার অর্থ সহিংসতা বা অন্যকে ঝুঁকির মুখে ফেলার নয়৷ মহামারির এই সময়ে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়া কখনো উচিত নয়৷’’ জার্মানিতে করোনা সংক্রমণের হার যেভাবে বাড়ছে, এই পরিস্থিতে মাস্ক ছাড়া প্রতিবাদ বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ দায়িত্বহীনতার পরিচয়৷

প্রতিবাদকারীরা সাংবাদিকদের ওপরও আক্রমণ করায় জার্মানির এফডিপি দলে স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র কন্সটান্টিন কুলে বলেন, ‘‘সাংবাদিকেরা তাদের কাজে বাধাগ্রস্ত হয়, যা কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেছে৷’’

জার্মানির সবুজ দলের চেয়ারম্যান রবার্ট হাবেক লাইপজিগের প্রতিবাদ বিক্ষোভের ঘটনার স্পষ্ট ব্যাখ্যা দাবি করে বলেন, ‘‘সমাবেশে স্বাধীনতা জরুরি, তবে অন্যের স্বাধীনতা এবং স্বাস্থ্য সুরক্ষার বিধিনিয়ম মানাও জরুরি৷’’

তবে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট জেহোফার জানান, পুলিশের নেওয়া পদক্ষেপের প্রতি তাঁর সমর্থন রয়েছে৷

এনএস/কেএম (ডিপিএ, এএফপি)