1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লরিওস পুরস্কার-এর জন্য আবার মনোনীত বোল্ট এবং ফেদারার

১১ ফেব্রুয়ারি ২০১০

বৃহস্পতিবার ২০১০ সালের ‘লরিওস ওয়ার্ল্ড স্পোর্টস পুরস্কার’-এর জন্য মনোনীত ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন বোল্ট, ফেদারার, উইলিয়ামস, মেসি এবং আরো অনেকে৷ তবে এঁদের মধ্যে কে এই পুরস্কার পাবেন, তা জানা যাবে মার্চে৷

https://p.dw.com/p/Lz6y
২০০৬ সালের লরিওস পুরস্কার হাতে বিখ্যাত ডাচ ফুটবলার জোহান ক্র্যুফছবি: AP

আগামী ১০ই মার্চ আবু ধাবি-তে অনুষ্ঠেয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘লরিওস ওয়ার্ল্ড স্পোর্টস পুরস্কার' বিজয়ীর নাম ঘোষণা করবে সংশ্লিষ্ট অ্যাকাডেমি৷ জানিয়েছেন অ্যাকাডেমির চেয়ারম্যান এবং দু-দুবার অলিম্পিক সোনা বিজয়ী এডভিন মোসেস৷ ২০০৯ সালে ভিন্ন ভিন্ন খেলায় যাঁরা ভালো পারফরম্যান্স করেছেন, সাধারণত তাঁদের দেওয়া হয়ে থাকে এ পুরস্কার৷ আর ২০১০ সালের মনোনয়ন তালিকায় রয়েছে টেনিস, ফুটবল, অ্যাথলেটিক্স আরো কতো কি !

এই যেমন টেনিস স্টার রজার ফেদারার, সেরেনা উইলিয়ামস-এর পাশাপাশি রয়েছেন বার্সেলোনা ফুটবলের দলের নামি খেলোয়াড় লিওনেল মেসি, দূর পাল্লার দৌড়ে খ্যাতনামা কেনেনিসা বেকেলে, ট্যুর দ্য ফ্রঁস বিজয়ী অ্যালব্যার্টো কন্টাডোর, জামাইকার স্প্রিন্টার শেলি-আন ফ্রেসার এবং ৪০০ মিটার দৌড়ের বিশ্ব-চ্যাম্পিয়ন মার্কিন অ্যাথলেট সানিয়া রিটার্ডস৷

তবে এবারের মনোনয়নের তালিকাতেও যেহেতু চারবার বিজয়ী ফেডারার এবং দুবারের বিজয়ী বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট রয়েছেন, তাই প্রতিযোগিতায় লড়াইটা যে হাড্ডাহাড্ডির হবে - তা বলাই বাহুল্য !

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক