1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিভি চ্যানেল কার্যালয়ে টিকা বিরোধীদের হানা

২৪ আগস্ট ২০২১

ব্রিটেনে আবার লকডাউন, স্বাস্থ্যবিধি এবং টিকাবিরোধীদের বিক্ষোভের শিকার গণমাধ্যম৷ বিবিসি কার্যালয়ে হানার পর এবার সাংবাদিকদের হুমকি দেয়া হলো আইটিএন ভবনে ঢুকে৷

https://p.dw.com/p/3zQNe
Großbritannien ITN-Protestaktion in London
ছবি: Martin Pope/dpa/SOPA Images via ZUMA Press Wire/picture alliance

ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন এবং টিকাবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বেশ কিছু ঘটনা ঘটেছে৷ তবে ব্রিটেনে টিকাবিরোধীদের ক্ষোভের মুখে পড়ছে গণমাধ্যম৷ দু সপ্তাহ আগে বিবিসি কার্যালয়ে ঢুকে পড়েছিলেন একদল বিক্ষোভকারী৷ এবার একই ঘটনা লন্ডনের ক্যামডেন টাউনের আইটিএন ভবনে৷

টিকাবিরোধীদের বড় একটা বিক্ষোভ মিছিল যাচ্ছিল ভবনের পাশ দিয়ে৷ হঠাৎ মিছিলের ছোট একটা অংশ জোর করে ঢুকে পড়ে গ্রেজ ইন রোডের ভবনটিতে৷ সেখানে রয়েছে আইটিভি, চ্যানেল ফোর এবং চ্যানেল ফাইভের কার্যালয়৷ চ্যানেলগুলোর সাংবাদিকরাই ছিলেন বিক্ষোভকারীদের ক্ষোভের মূল লক্ষ্য৷ ক্ষোভের কারণ লকডাউন, স্বাস্থ্যবিধি এবং টিকার পক্ষে চ্যানেলগুলোর অবস্থান৷ ফলে ভবনের সামনে কোনো সাংবাদিককে দেখলেই তার ওপর চড়াও হন বিক্ষোভকারীরা৷ ৩২ বছর ধরে চ্যানেল ফোর-এ অনুষ্ঠান উপস্থাপনা করছেন জন স্নো, অফিসের প্রবেশের সময় তাকেও পড়তে হয় বিক্ষোভকারীদের তোপের মুখে৷ বিক্ষোভকারীদের দাবি- সব টক শো-তে টিকাবিরোধীদের প্রতিনিধিকেও রাখতে হবে৷ এছাড়া টিকা, লকডাউন এবং স্বাস্থ্যবিধির পক্ষে প্রচার বন্ধেরও দাবি জানান তারা৷

লন্ডন মেট্রোপলিটন পুলিশ দ্রুত এসে বিক্ষোভকারীদের সরিয়ে নেয়ায় ঘটনা আর বেশিদূর গড়ায়নি৷ তবে যাবার আগে বিক্ষোভকারীরা আগামী সপ্তাহে আবার আসার হুমকি দেয়ায় সাংবাদিকরা এখনো আতঙ্কিত৷

পুলিশ ভবনের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে৷পাশাপাশি আবার উত্তেজনা দেখা দিলে সব সংবাদকর্মীকে আইটিএন ভবনের ভেতরে থাকার অথবা ভবনের কাছে না আসার পরামর্শ দিয়েছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র৷

এসিবি/ কেএম (এএফপি, ডিপিএ)