1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা হত্যার সাজা শেষের আগেই সেনা সদস্যরা মুক্ত

২৭ মে ২০১৯

মিয়ানমারে ১০ জন রোহিঙ্গাকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত ৭ সেনাসদস্য সাজার মেয়াদ শেষের আগেই মুক্তি পেয়েছেন৷ ১০ বছরের কারাদণ্ড হলেও এক বছরেরও কম সময় কারাগারে থাকতে হয়েছে তাদের৷

https://p.dw.com/p/3J9pI
Geflüchtete Rohingya überqueren die Grenze nach Bangladesch
ছবি: Reuters/J. Silva

দু'জন কারাকর্মকর্তা, দুই কারাবন্দী ও এক সেনাসদস্যের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ তারা মুক্তি পেয়েছেন গত নভেম্বরে৷

২০১৭ সালে ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গাকে হত্যার দায়ে তাদের কারাদণ্ড হয়েছিল৷ ওই ঘটনার অনুসন্ধান চালিয়ে সংবাদ প্রকাশের কারণে সাজা হয়েছিল রয়টার্সের দুই সাংবাদিকের৷ ওই দুই সাংবাদিক ১৬ মাস সাজা খাটলেও হত্যার দায়ে সাজাপ্রাপ্তদের এক বছরও জেলে থাকতে হয়নি৷

রাখাইনের সিতে কারাগারারে চিফ ওয়ার্ডেন উইন নাইং ও কেন্দ্রীয় একজন কারা-কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, ওই সেনা সদস্যরা এখন আর কারাগারে নেই৷ তবে সেনা সদস্যদের মুক্তির সুনির্দিষ্ট তারিখ জানাননি এই কর্মকর্তারা৷

‘‘সামরিক বাহিনী দ্বারা তাদের সাজা কমানো হয়েছিল,'' রয়টার্সকে বলেছেন এক কেন্দ্রীয় কারা-কর্মকর্তা৷

২০১৭ সালের সেপ্টেম্বরে ১০ মুসলিম রোহিঙ্গা পুরুষ ও ছেলেকে হত্যা করা হয়৷ হত্যা নিয়ে প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে আটক হয়েছিলেন ওয়া লন ও কিঁয় সোয়ে৷

৫১১ দিন বন্দি থাকার পর প্রেসিডেন্টের ক্ষমায় গত ৭ মে তাঁরা ছাড়া পেয়েছেন৷ কিন্তু তার আগেই মুক্তি পেয়ে গেছেন সেনা সদস্যরা৷

এমবি/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য