1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের উপর নির্যাতন হয়নি

৪ জানুয়ারি ২০১৭

মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যের সহিংসতা তদন্তে গঠিত একটি কমিশন রোহিঙ্গাদের উপর নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্যাতন চালানোর অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে৷

https://p.dw.com/p/2VEUN
Children recycle goods from the ruins of a market which was set on fire at a Rohingya village outside Maugndaw in Rakhine state
রাখাইন রাজ্যের এই গ্রামের বাজারটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়ছবি: Reuters/Soe Zeya Tun

বুধবার প্রকাশিত কমিশনের অন্তবর্তী প্রতিবেদনে এই দাবি করা হয়েছে৷ দেশটির সরকারি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কমিশন বলছে, ‘‘অশান্তি বিরাজ করা এলাকাগুলোতে ‘বেঙ্গলি’ (রোহিঙ্গাদের এভাবেই ডাকে মিয়ানমার) জনসংখ্যার পরিমাণ ও মসজিদসহ সেখানকার অন্যান্য ধর্মীয় ভবনগুলোর অবস্থা এটিই প্রমাণ করছে যে, সেখানে কোনো ধরণের গণহত্যা কিংবা ধর্মীয় নিপীড়নের ঘটনা ঘটেনি৷’’

সেনাবাহিনীর সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে গঠিত ঐ কমিশন নারী ধর্ষণের ‘পর্যাপ্ত প্রমাণ’ পাওয়া যায়নি বলেও জানিয়েছে৷ রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন লাগানো, অবৈধভাবে গ্রেপ্তার আর নিপীড়ন করার বিষয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে কমিশন৷

রোহিঙ্গাদের উপর মিয়ানমার পুলিশের নির্যাতন চালানোর একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর কমিশনের এই প্রতিবেদনটি প্রকাশিত হলো৷ ঐ ভিডিওর প্রেক্ষিতে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে৷

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে নিপীড়িত হওয়া থেকে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে৷ তারাই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ করছেন৷ আন্তর্জাতিক সম্প্রদায়ও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে৷ তবে মিয়ানমার সরকার এখন পর্যন্ত এসব অভিযোগ অস্বীকার করে আসছে৷ তারা রোহিঙ্গাদের দেশটির সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠীর অংশ মনে করে না৷ বরং তাদের (রোহিঙ্গা) বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী বলে মনে করে মিয়ানমার সরকার৷

জেডএইচ/এসিবি (এএফপি)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান