1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোববার বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

২১ ফেব্রুয়ারি ২০১০

তিনটি একদিনের ও দুটি টেস্ট ম্যাচ খেলতে রোববার বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল৷

https://p.dw.com/p/M7C4
আশরাফুল কি এবারো দলে থেকে যাচ্ছেন?ছবি: AP

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শের- এ -বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একদিনের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক সফর শুরু হবে ইংল্যান্ড দলের৷ দ্বিতীয় একদিনের ম্যাচটি হবে একই মাঠে ২ মার্চ৷ আর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৫ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি বিভাগীয় স্টেডিয়ামে৷ এরপর দুদেশের মধ্যে প্রথম টেস্টটিও হবে চট্টগ্রামে, যা শুরু হবে ১২ মার্চ৷ দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ মার্চ মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে৷

তবে এর আগে ইংল্যান্ড প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে৷ এরপর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিও হবে ফতুল্লায় ২৫ ফেব্রুয়ারি৷ শনিবার শাহরিয়ার নাফীসকে অধিনায়ক করে বিসিবি একাদশের দল ঘোষণা করা হয়েছে৷ দলে আছেন অনেক দিন জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার অলক কাপালি ও তাপস বৈশ্য৷ অন্যান্য খেলোয়াড়রা হলেন ইমতিয়াজ হোসেন, নাসিরুদ্দিন ফারুক, শাহীন হোসেন , উইকেটকিপার মাহমুদুল হাসান, শাফাক আল জাবির, তানভীর হায়দার, আরিফুল হক, আলাউদ্দিন বাবু, শামসুর রহমান এবং মোহাম্মদ শরীফউল্লাহ৷

Cricket Bangladesh gegen Neuseeland
ইংল্যান্ডের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ?ছবি: AP

এদিকে নিউজিল্যান্ড সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল৷ ইংল্যান্ডের বিপক্ষে এখনো বাংলাদেশ দল ঘোষণা করা না হলেও সবাই তাকিয়ে আছে আশরাফুলের ভাগ্যে কি ঘটে তা দেখা নিয়ে৷ কারণ, ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে দাবি উঠেছে তাঁকে দল থেকে বাদ দেওয়ার৷ নিউজিল্যান্ড যাবার আগে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজে খারাপ পারফরম্যান্সের পরই দাবি উঠেছিল আশরাফুলকে দল থেকে বাদ দেওয়ার৷ কিন্তু সেবার কোচ জিমি সিডন্স তাঁর পক্ষ নিলেও এবার নিউজিল্যান্ডে আশরাফুলের পারফরম্যান্সের পর কোচও মনে করছেন তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে৷ তবে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক রফিকুল ইসলামের কথাবার্তায় মনে হচ্ছে এবারের মত হয়তো তিনি বেঁচে যেতে পারেন৷

এদিকে ওয়ানডে ও টেস্টের জন্য পৃথক দল ঘোষণা করেছে ইংল্যান্ড৷ ওয়ানডে দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ক্রেইগ কিজওয়েটার৷ ২২ বছর বয়সি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অন্তর্ভুক্তিতে ইংল্যান্ড দলে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ক্রিকেটার বাড়ল আরও একজন৷ দলের অন্য সদস্যরা হলেন - অধিনায়ক অ্যালিস্টার কুক, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, পল কলিংউড, জো ডেনলি, ইয়ন মর্গান, ম্যাথু প্রায়র, কেভিন পিটারসেন, লিয়াম প্লানকেট, রায়ান সাইডবটম, আজমল শাহজাদ, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট ও লিউক রাইট৷

টেস্ট দলের সদস্যরা হলেন- অ্যালিস্টার কুক (অধিনায়ক), ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, মাইকেল কারবেরি, পল কলিংউড, স্টিভেন ডেভিস, গ্রাহাম অনিয়নস, কেভিন পিটারসেন, লিয়াম প্লানকেট, ম্যাথু প্রায়র, আজমল শাহজাদ, রায়ান সাইডবটম, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট, লিউক রাইট৷

প্রতিবেদনঃ জাহিদুল হক

সম্পাদনাঃ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়