1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবট যখন আগাছা পরিস্কারক

২৮ অক্টোবর ২০১৯

ফসলের জমিতে খুঁজে খুঁজে আগাছা পরিস্কার করাটা বেশ বিরক্তিকর৷ কাজটি যদি না করতে হতো তাহলে কৃষকরা একটি ঝামেলা থেকে নিঃসন্দেহে বেঁচে যেতেন৷ এবার তেমনটাই ঘটছে৷ জার্মানিতে ক্ষেত থেকে আগাছা উৎপাটনে বিশেষ এক ধরনের রোবটের ব্যবহার শুরু হয়েছে৷ কোনটি আগাছা আর কোনটি প্রয়োজনীয় চারা সেটি যন্ত্রটি শনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী পরিষ্কারের কাজও সে করছে বেশ সফলতার সাথেই৷

https://p.dw.com/p/3S3z0

এফএস/কেএম