1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেয়াল মাদ্রিদে জার্মান বিপ্লব চান মুরিনিয়ো

২৫ জুলাই ২০১০

ইংলিশ প্রিমিয়ার লিগ, তারপর ইটালির সিরিয়ে এ লিগ৷ এই দুই জায়গায় সাফল্য পাওয়ার পর হোসে মুরিনিয়ো এখন স্পেনের রেয়াল মাদ্রিদে৷ শোনা যাচ্ছে, তাঁর নতুন রেয়াল মাদ্রিদের ইঞ্জিন হতে চলেছে নাকি জার্মান জাতীয় দলের খেলোয়াড়রা৷

https://p.dw.com/p/OTyz
Jose Mourinho
রেয়াল মাদ্রিদ কোচ হোসে মুরিনিয়োছবি: AP

কোচ হিসেবে হোসে মুরিনিয়ো অন্যদের চেয়ে আলাদা৷ কারো পরামর্শে নয়, বরং নিজের মতো করেই চলতে তিনি পছন্দ করেন৷ তাই যখন মিলান ছেড়ে তিনি বার্নাব্যুতে চলে আসেন, বোঝা যাচ্ছিল কেবল মোটা অংকের বেতন আর বোর্ডরুমের পরামর্শ নিতে তিনি আসেননি৷ তার আলামতও ইতিমধ্যে পাওয়া যাচ্ছে৷ মাদ্রিদের পুরনো খেলোয়াড় রাউলের বিদায়, গুটিকে অন্য ক্লাবে পাঠানো, এসব দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন নতুন গ্যালাকটিকো হবে তাঁর মনমেজাজে গড়া নতুন একটি দল৷

কিন্তু নতুন এই দলের মূল চালিকা শক্তি হবে কারা? স্পেনের পত্র পত্রিকাগুলোর খবর, জার্মান কোচ ইওয়াখিম ল্যোভের তরুণ তুর্কিরাই হতে চলেছেন মুরিনিয়োর নতুন দলের মূল খেলোয়াড়৷ এবারের বিশ্বকাপে জার্মানির তরুণ দল যে খেলা দেখিয়েছে তাতে এই দলের বেশ কিছু খেলোয়াড়কে নিজ দলে ভেড়াতে চান হোসে মুরিনিয়ো৷ ইতিমধ্যে মিডফিল্ডার সামি খেদিরার সঙ্গে এক দফা আলাপও হয়ে গিয়েছে৷ যদিও খেদিরা ও তাঁর বর্তমান দল স্টুটগার্ট জানিয়েছেন কোন কিছু চূড়ান্ত হয়নি৷ জানা গেছে, মধ্যমাঠের আরেক সম্ভাব্য খেলোয়াড় হতে চলেছেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার৷ রেয়াল মাদ্রিদের মধ্যমাঠকে ম্যাচের পুরোটা সময় চালিত রাখতে হলে শোয়াইনস্টাইগারের মত পরিশ্রমী খেলোয়াড় প্রয়োজন, এটি বুঝে গিয়েছেন পর্তুগিজ কোচ মুরিনিয়ো৷ আরও রয়েছে এবারের বিশ্বকাপে নজর কাড়া মেসুত ওয়েজিল৷ মাত্র ২১ বছরের এই তরুণ যে সামনে আরও অনেক কিছু উপহার দেবেন সেটি তিনি বুঝিয়ে দিয়েছেন এবারের বিশ্বকাপে৷ তাই মুরিনিয়োর সম্ভাব্য তালিকায় তাঁরও নাম অনেক ওপরে৷ এর বাইরে শোনা যাচ্ছে থমাস ম্যুলার এবং মারিও গোমেজের কথা৷

স্পেনের ক্লাব রেয়াল মাদ্রিদে জার্মানদের ঐতিহ্য রয়েছে, এবং সেটা জানেন মুরিনিয়ো৷ যেমন বিশ্বকাপ বিজয়ী জার্মান দলের সাবেক তারকা গুয়েন্টের নেটজার এবং পল ব্রাইটনারের কথাই বলা যাক৷ তাদের কল্যাণে ১৯৭৫ এবং ১৯৭৬ সালে লিগ শিরোপা পায় রেয়াল মাদ্রিদ৷ জার্মান আরেক তারকা উলি স্টিলিকের জন্য ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার লিগ চ্যাম্পিয়ন হয় রেয়াল মাদ্রিদ৷ এমন আরও অনেক উদাহরণ রয়েছে জার্মান খেলোয়াড়দের সাফল্যের৷ তাই গত কয়েক মৌসুমে রেয়াল মাদ্রিদের ব্যর্থতা ঝেড়ে ফেলতে এবার জার্মানিকে বেছে নেওয়ার কারণও হতে পারে এটি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী