1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেহাই পেলেন না পাকিস্তানের ক্রিকেটাররা

৩১ অক্টোবর ২০১০

পাকিস্তানের ক্রিকেটার সলমন বাট ও মহম্মদ আমির তাদের বিরুদ্ধে আনা ‘স্পট ফিক্সিং’এর অভিযোগের বিরুদ্ধে যে আপিল করেছিলেন, সপ্তাহান্তে শুনানির পর আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি তা নাকচ করে দিল৷

https://p.dw.com/p/Puwj
পাকিস্তানের ক্রিকেট ক্যাপ্টেন সলমন বাট (মাঝে)ছবি: AP
Mohammad Amir
মহম্মদ আমিরছবি: AP

অনেক আশা করে ছিল পাকিস্তানের ক্রিকেট জগত৷ ‘স্পট ফিক্সিং'এর অভিযোগে জাতীয় ক্রিকেট দলের তিন প্রথম সারির খেলোয়াড়কে সাময়িকভাবে সাসপেন্ড করে রাখায় দলের অবস্থা বিপর্যস্ত৷ সলমন ও আমির ছাড়াও সাসপেন্ড করা হয়েছে মহম্মদ আসিফকেও৷ তিনি অবশ্য আপিল করেও পরে তা প্রত্যাহার করে নেন৷ দুই দিনের শুনানির পর রবিবার আইসিসি'র কর্মকর্তা মাইকেল বেলফ ঘোষণা করলেন, খেলোয়াড়রা নির্দোষ নয়৷ তিনি বলেন, ‘‘একাধিক আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে আইসিসি ২রা সেপ্টেম্বর সলমন ও আমিরকে সাসপেন্ড করার পর তারা আপিল করেছিল৷ গোটা বিষয়টি খতিয়ে দেখার পর আমি তাদের আপিল নাকচ করছি এবং তারা এখনো সাসপেন্ডেড অবস্থায় থাকবে৷''

Pakistan Cricket Manipulation Mohammad Asif
মহম্মদ আসিফছবি: AP

বেলফ আরও জানান, এবার তিন ক্রিকেটারকে আইসিসি'র আচরণবিধি সংক্রান্ত কমিশনের সামনে হাজির হতে হবে৷ তিনি এবিষয়ে পরে আরও বিস্তারিত জানাবেন৷ বেলফ বলেন, ‘‘তারা কোনো অপরাধ করেছেন কি না, তা দেখা আমার কাজ নয়৷ তারা অপরাধী কি না, কমিশন সবকিছু খতিয়ে দেখে তা স্থির করবে৷ অপরাধী প্রমাণিত হলে আইসিসি'র আচরণবিধি অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে৷''

অতএব পাকিস্তান ক্রিকেট দলের সংকট কবে মিটবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটলো না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান