‘রূপ বিয়ের বাজারে নারীর দাম নির্ধারণ করে' | পাঠক ভাবনা | DW | 05.01.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

‘রূপ বিয়ের বাজারে নারীর দাম নির্ধারণ করে'

মেয়েদের রূপ না গুণ কোনটা আগে? এ প্রশ্নের উত্তরেই আমাদের ফেসবুক পাতায় ওপরের মন্তব্যটি করেছেন একজন পাঠক৷ তবে অন্য পাঠকদের ভিন্ন মতও রয়েছে৷

পাঠক আকাশ ইকবালের মতে, প্রশ্নটা নাকি বেশ কঠিন৷ তিনি লিখেছেন, ‘‘কী উত্তর দেবো বুঝতে পারছি না৷ আমাদের সমাজে বলা হয়ে থাকে, একজন নারীর জন্য রূপ বড় ব্যাপার না, নারীর গুণটাই সবচেয়ে আগে৷ কিন্তু বিষয়টা স্বল্প পরিমাণ মানুষই বিশ্বাস করে৷ আর এ দেশের, এ সমাজের বেশির ভাগ মানুষ রূপকেই বড় গণ্য করে, বড় মনে করে, গুণকে নয়৷ এবার আশা যাক বিয়ের বাজারের কথায়৷ একটা নারী যত শিক্ষিত হোক, ভদ্র হোক, সব জায়গায় তার গুণ থাকলেও বিয়ের বাজারে এসে ঐ নারী ধরা খায়৷ কারণ সে কালো, অর্থাৎ তার সন্তানও কালো হবে৷ তাই আমরা যতই বলি সমাজ উন্নত হচ্ছে, শিক্ষিত হচ্ছে, আসলে তা নয়৷''

নূর ইসলাম পিন্টুর কাছে নারীর ব্যক্তিত্ব বড়, রূপ বা গুণ নয়৷ তাঁর ভাষায়, ‘‘রূপ এবং গুণ বাছাই নারীকে পণ্য বানিয়ে দেয়! স্রেফ পণ্য, যেটা বিয়ের বাজারে তার দাম নির্ধারণ করে৷ তাই আমি বলবো, ব্যক্তিত্ব ও আত্মসম্মানবোধটাই বড়৷ যেটা নারী-পুরুষ সবারই সমভাবে থাকা উচিত৷ এর কারণেই তো সে মানুষ৷''

তবে মোহাম্মদ মুনিজ মনে করেন, মেয়েদের রূপ এবং গুণ দু'টোই থাকা দরকার৷ তাহলে নাকি জীবন ভালো কাটে৷

কাজি বুলবুলের ধারণা, মেয়েদের রূপ বেশি দিন থাকে না৷

‘সবার আগে যৌবন' – এই মন্তব্য আমিনুল ইসলামের৷

ওদিকে মোশারফ হোসেনের কাছে মেয়েদের রূপ আগে হলেও, হোসেন ইমাম নারীর গুণকেই বেশি গুরুত্ব দিয়েছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

 

নির্বাচিত প্রতিবেদন