1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুচি বিরোধী নাচের বিশ্বকাপ অনুষ্ঠিত হলো হামবুর্গে

২৪ অক্টোবর ২০১০

আগলি ড্যান্স, বাংলায় বললে রুচি বিরোধী নাচ৷ কিন্তু আয়োজকদের মত অনুসারে এর বাংলা অর্থ যা দাঁড়ায়, সেটা হচ্ছে নীতি বিরোধী নৃত্য, সেই নাচের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেল গতকাল শনিবার রাতে, জার্মানির হামবুর্গ শহরে৷

https://p.dw.com/p/PmLm
ফাইল ছবিছবি: dpa

সে এক অন্যরকম আয়োজন৷ নাচের এই প্রতিযোগিতাটিতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নিলেন৷ টেরাসে হিলের সেই স্থানে দুপুর থেকেই মানুষের আগমন হতে শুরু করলো৷ কিন্তু সদর দরজা তো খোলে না! আয়োজকরা আগেই বলে দিয়েছিলেন গেট খোলা হবে রাত আটটায়৷ আগে আসলে আগে ভিত্তিতে আসন পেতে তাই সকলের আগমন৷ শেষে শুরু হলো আয়োজন৷ তীব্র আলোর ঝলকানি আর প্রচন্ড আওয়াজে৷

নৃত্যের রয়েছে নানা শাখা প্রশাখা, কিন্তু এটা আবার কোন ধরণের নাচ? আগলি ড্যান্স! প্রশ্নের উত্তরে আয়োজকরা বলছেন, ‘প্রচলিত নাচের সব ধারার বিরুদ্ধে এই নৃত্য৷ যে যেভাবে শরীর দোলাবে, সেটাই হলো নাচ৷' রক মিউজেকের তালে তালে তাই এই নৃত্য দেখে অনেকে হয়তো বলেই ফেলতে পারেন যত্তো সব! তারপরেও আয়োজকদের ভাষ্য হচ্ছে, নতুন কিছু করা হলেই ভ্রু কুঞ্চিত করবার মানুষের কিন্তু অভাব নেই৷

তবে এই নাচের জন্য যারা আসেন, তারা কিন্তু সত্যি সত্যিই কিম্ভুত কিমাকার পোশাক পরেন৷ তবে তাদের কথা হচ্ছে, ‘পোশাক আমার স্বাধীনতা৷ আমি পোশাক পরবো আমার পছন্দে, নাচবো আমারই পছন্দে, তাতে কার কি যায় আসে?'

এবারের নাচের বিশ্বকাপ আয়োজনে কে প্রথম হলো তা কিন্তু এখনো জানানো হয়নি৷ তবে দ্বিতীয় আসর শেষ করে, তৃতীয় বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়ে দিয়েছেন আয়োজকরা আগামই৷ সেই আসরটি হবে ২০১১ সালে৷

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম