1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমুদ্রের গভীরে রিয়েলিটি শো!

৯ আগস্ট ২০১৩

না, এটা কোনো প্রতিযোগিতা নয়৷ এর মাধ্যমে সাগরতলের ঘটনাবলী আপনি দেখতে পাবেন একেবারে সরাসরি৷ বাংলাদেশ সময় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আড়াইটা পর্যন্ত৷ চলবে ১৭ই আগস্ট পর্যন্ত৷

https://p.dw.com/p/19Mr4
ছবি: picture-alliance/dpa

গতমাসের ৮ তারিখ থেকে শুরু হয়েছে এই সম্প্রচার৷ দেখা যাচ্ছে ‘ওকেয়ানোস এক্সপ্লোরার' জাহাজের ওয়েবসাইটে৷ যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন'-এর এই জাহাজটি এখন গবেষণার কাজ করছে৷ উদ্দেশ্য গভীর সাগরের পরিবেশ সম্পর্কে জানা৷

যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব উপকূলে রয়েছে জাহাজটি৷ সেখান থেকে ক্যামেরা নেমে যায় সাগরের প্রায় তিন কিলোমিটার গভীরে৷ আর জাহাজে বসে থাকা বিজ্ঞানীরা সাগরতলে যেসব ঘটছে তার ধারাবিবরণী দেন৷ সঙ্গে জানিয়ে দেন সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্যাবলীও৷ দর্শকরা ওয়েবসাইটে গেলে পুরো ঘটনাটাই দেখতে পাবেন সরাসরি৷ প্রতিদিন গড়ে প্রায় ৫০ হাজার দর্শক সেটা দেখছেন৷ তারা সরাসরি দেখতে পান, কেমন করে একটি বাইম মাছ গপ করে খেয়ে ফেলে ছোট্ট একটি সামুদ্রিক মাছকে৷ কিংবা তারা দেখতে পান গোলাপি রংয়ের সুন্দর ‘স্টারফিশ' বা তারামাছগুলো ছুটে বেড়াচ্ছে৷

এমনই এক দর্শক হলেন জর্জিয়া রাজ্যের লেওনা ম্যাককিনি৷ তিন সপ্তাহ আগে তিনি প্রথম দেখা শুরু করেন৷ এরপর থেকে একদিনও মিস করেননি৷ ‘‘আমি ওটার প্রতি আসক্ত হয়ে গেছি,'' সরল স্বীকারোক্তি তাঁর৷

মার্থা নিজিন্সকি নামের এক বিজ্ঞানী যিনি ঐ জাহাজে রয়েছেন তিনি বলছেন, ‘‘আমরা এটাকে বলছি ডিপ সি টিভি৷ এটা অন্য যে কোনো রিয়েলিটি শোর চেয়ে ভাল৷''

প্রিয় পাঠক, আপনারও কি এখন এটা দেখতে ইচ্ছে করছে?

জেডএইচ / এসবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য