1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিকশাই হবে বিশ্বকাপে এক গর্বের পরিচয়

১৬ ফেব্রুয়ারি ২০১১

ইউনূসকে পদত্যাগ করার আহ্বান৷ গুঁড়ো দুধের দাম বেড়ে চলা আর গরিমাময় রিকশার খবর৷ যে রিকশা বিশ্বকাপের উদ্বোধনীর বাহন৷ পত্রপত্রিকায় আজকের প্রধান শিরোনামে এসবই৷

https://p.dw.com/p/10He2
রিকশা চড়েই খেলোয়াড়রা মাঠে ঢুকবেন বিশ্বকাপের উদ্বোধনেছবি: J. Sorges

ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানালেন মুহিত

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. মুহম্মদ ইউনূসের পদত্যাগ করা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ অর্থমন্ত্রী বিবিসিকে বলেছেন, বেসরকারি ব্যাংক-প্রধানের পদ থেকে স্বাভাবিক অবসরের বয়সে পৌঁছেছেন ইউনূস৷ মুহিতের মন্তব্য বিষয়ে বিবিসিকে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস৷ আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি রবিনসন এবং বিশ্ব ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস ভোল্ফেনশনসহ অধ্যাপক ইউনূসের আরো কিছু সমর্থক গ্রামীণ ব্যাংকের সমর্থনে প্রচার শুরুর কয়েকদিন পর এ মন্তব্য করলেন অর্থমন্ত্রী মুহিত৷ গ্রামীণ ব্যাংকের পরবর্তী প্রধান কে হবেন এবং ব্যাংকটি কীভাবে কাজ করবে সে বিষয়ে ইউনূসের সঙ্গে সরকার এক বছর ধরে আলোচনা করছে বলে জানান মুহিত৷ মুহিত জানান, বাংলাদেশের নিয়ম অনুযায়ী কেউ ৬৫ বছর বয়স পর্যন্ত বেসরকারি ব্যাংকের প্রধান পদে থাকতে পারেন৷ ইউনূসের বয়স এর চেয়ে পাঁচ বছর বেশি৷

শিশুর খাদ্য গুঁড়োদুধের দাম বাড়ছে উল্কার বেগে
গুঁড়োদুধের দাম মাত্র একদিনের ব্যবধানে ১৫-৩৫ টাকা পর্যন্ত বেড়েছে৷ আমদানিকারকরা বেশি দামের জন্য খুচরা ব্যবসায়ীদের দায়ী করেছেন৷ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি) বাজার পর্যবেক্ষণ তালিকায় দেখা যায়, মঙ্গলবার এক কেজি ওজনের ডানো ও ডিপ্লোমা (নিউজিল্যান্ড) ব্রান্ডের প্যাকেটের মূল্য ৪৮০-৪৮৫ টাকা, ফ্রেশ ব্রান্ড ৪২০-৪৩০ টাকা এবং মার্কস ব্রান্ড ৪২৫-৪৩০ টাকায় বিক্রি হয়েছে৷
টিসিবি'র সোমবারের তালিকায় ডানো ব্রান্ডের প্যাকেট প্রতি বিক্রিমূল্য ছিল ৪৫৫-৪৭০টাকা, ডিপ্লোমা (নিউজিল্যান্ড) ৪৫৫-৪৬০ টাকা এবং ফ্রেশ ও মার্কস ৪০০-৪১০ টাকা৷ তবে মোড়কে এই বর্ধিত দামের উল্লেখ নেই৷

বিশ্বকাপে খেলোয়াড়রা নাকি রিকশায় চড়ে মাঠে আসবেন

এখন তো বিশ্বকাপ জ্বর৷ তো, এবার বিশ্বকাপের খবর৷ যেমন এক নম্বরটা হচ্ছে রিকশা৷ বিশ্বকাপের উদ্বোধনীর জমকালো অনুষ্ঠানে বিশ্বের সবকটি ক্রিকেট খেলিয়ে দেশের খেলোয়াড়রা মাঠে ঢুকবেন রিকশায় চড়ে৷ এ খবরটা ছড়িয়ে পড়ার পর থেকে আন্তর্জাতিক মিডিয়া এখন খুঁজে বেড়াচ্ছে, কারা এই ভাগ্যবান রিকশাওয়ালা? তাছাড়া, রিকশাকে নিয়ে আগ্রহও তুঙ্গে এখন৷ অর্থাৎ রিকশায় চড়েই বাংলাদেশও পৌঁছে যাবে আন্তর্জাতিক মহলের কাছে এক নতুন চেহারায়৷ খবর নং দুই, আনা হয়েছে বিশেষ অস্ত্র ডিটেক্টর৷ বিশেষত খেলার মাঠ ও বিদেশি খেলোয়াড়রা যেসব হোটেলে অবস্থান করবেন, সেখানে কেউ যদি নিজের শরীরের চামড়ার ভেতর কোনো অস্ত্র বা ধ্বংসাত্মক রাসায়নিক বা ক্ষতিকর ধাতু লুকিয়ে প্রবেশের চেষ্টা করেন তা হলেও তাকে ধরা পড়তে হবে৷ বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো বেলারুশ থেকে আমদানি করা হয়েছে কনসিল্ড ওয়েপন ডিটেক্টর৷ সংবেদনশীল এই ডিটেক্টর সহজেই শরীর স্ক্যান করে অপরাধী শনাক্ত করতে পারে৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস