1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতি জিল্লুর রহমান শপথ নিলেন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ ফেব্রুয়ারি ২০০৯

বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জিল্লুর রহমান৷ আওয়ামী লীগের সংসদীয় দল জিল্লুর রহমানকে বিদায় জানিয়ে সাজেদা চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচন করেছে৷ অন্যদিকে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়নি৷

https://p.dw.com/p/GsyP
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি জিল্লুর রহমান (বামে)৷ছবি: picture-alliance/dpa

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার আগেই বঙ্গভবনের দরবার হল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সদস্য এবং সংসদ সদস্যসহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন নতুন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে৷

সন্ধ্যা ঠিক ৭টায় প্রধান বিচারপতি এম এম রুহুল আমীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে শপথ বাক্য পাঠ করান৷ এসময় শপথ মঞ্চে ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমেদ৷

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বা বিরোধী দলের কোন গুরুত্বপূর্ণ নেতাকে দেখা যায়নি৷

এর আগে বিকেলে দেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে দল থেকে বিদায় জানায় আওয়ামী লীগের সংসদীয় দল৷ সংসদ ভবনে এই বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান মন্ত্রী এবং সংসদ নেত্রী শেখ হাসিনা৷ তিনি আশা করেন রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমান নিরপেক্ষতা বজায় রাখবেন৷

জিল্লুর রহমানও জবাবে,দেশের সর্বোচ্চ পদের সম্মান ও মর্যাদা বজায় রাখার প্রতিশ্রুতি দেন৷

জিল্লুর রহমান ছিলেন সংসদ উপনেতা৷ তিনি রাষ্ট্রপতি হওয়ায় সাজেদা চৌধুরীকে ওই বৈঠকে সংসদ উপনেতা নির্বাচন করে আওয়ামী লীগের সংসদীয় দল৷

অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে বিরোধী দল বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি৷ রাতে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া৷