1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ

২৩ মে ২০২২

২০২২ সালে রাজা রামমোহন রায়ের জন্মের আড়াইশ বছর পূর্তি৷ ১৮২৮ খ্রিষ্টাব্দে ব্রাহ্মসভা গঠনের মধ্যে দিয়ে রাজা রামমোহন রায় ধর্মীয় গোঁড়ামিমুক্ত, জাতপাতের বিভেদহীন, নারী-পুরুষের সমানাধিকারে সিক্ত এক সমাজের স্বপ্ন দেখেছিলেন৷ নিরাকার একেশ্বরবাদিতা ছিল এই সমাজের আধ্যাত্মিক ভিত্তি৷ প্রায় দু’শ বছর বাদে কলকাতার উত্তরে আদি ব্রাহ্ম সমাজের মূল বাড়িটির এখন ভগ্নদশা৷ সাধারণ ব্রাহ্ম সমাজের ধারাটি যদিও এখনও জীবিত৷

https://p.dw.com/p/4BiyM